তেলুগু মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে শ্যুটিং শুরু করতে চলেছেন বলিউড সুপারস্টার সলমন খান।মোহনলাল অভিনীত ব্লকবাস্টার হিট মালায়লম ছবি ‘লুসিফার’-এর তেলুগু রিমেক ‘গডফাদার’।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মেগাস্টার চিরঞ্জীবি। পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ রোলে দেখা যাবে সলমন খানকেও।গুরুত্বপূর্ণ হলেও চরিত্রটি আদপে ক্যামিও বলেই খবর। নতুন বছরের ছুটির মেজাজ কাটিয়ে পুরদস্তুর শ্যুটিং শুরু করে দিয়েছেন ভাইজান।তবে এখনই ‘গডফাদার’-এর শ্যুটিংয়ে যোগদান করবেন না সলমন।শোনা যাচ্ছে,ইতিমধ্যেই মুম্বইতে ‘টাইগার ৩’-র শ্যুটিং শুরু করে দিয়েছেন জাসুস টাইগার।মুম্বইয়ের শ্যুটিংপর্ব মিটিয়ে দিল্লি যাবেন সলমন ও ক্যাটরিনা।কারণ সেখানেই হবে ‘টাইগার ৩’-র শেষ পর্বের শ্যুটিং।
ছবির শ্যুটিং পর্ব মিটিয়েই যোগ দেবেন চিরঞ্জীবির ‘গডফাদার’-এর সেটে।সম্ভবত জানুয়ারির শেষ দিকেই ছবির শ্যুটিং শুরু করবেন সলমন খান।তবে খুব বেশিদিন শ্যুটিং করবেন না ভাইজান।পাঁচ থেকে সাতদিনেই শেষ হবে সল্লুমিঞার গডফাদার যাত্রা।