আয়ুশ শর্মার সঙ্গে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর শ্যুটিং শেষ করে ফেলেছিলেন সলমন খান। দশেরায় সময়েই ওটিটি প্ল্যাটফর্মে এবং বড় পর্দায় ছবি মুক্তির কথাও ঠিক হয়ে গিয়েছিল। তবে হঠাৎ-ই মত পরিবর্তন করেছেন ভাইজান! শোনা যাচ্ছে ফের ‘অন্তিম’-এর শ্যুটিং করতে চান তিনি, আবার কেউ কেউ বলছেন, ‘অন্তিম’-এর বাড়তি শ্যুটিংটুকু সেরেও ফেলেছেন ভাইজান।
আরও পড়ুন : আলির ছবিতে শাহিদের ‘অ্যাকশন’ শুরু
‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর শ্যুটিং শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল ফের একবার ভগ্নিপতি আয়ুশ শর্মার লঞ্চিং-এর পর ওপর জোর দিচ্ছেন সলমন। আয়ুশের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ারও করবেন তিনি। তবে এবার হঠাৎ তাঁর মনে হয়েছে ‘অন্তিম’-এ তাঁর নিজের রোলটাই বড্ড ছোট! তাঁর যে সমস্ত ফ্যান ছবি দেখতে যাবেন তাঁদের নিরাশ করার মোটেই ইচ্ছে নেই সলমনের। আর তাই নিজের স্ক্রিন প্রেজেন্সটা একটু বাড়িয়ে নিতে চাইছেন সলমন। তিন দিন ধরে মুম্বইয়ে শ্যুটিং-এর বাড়তি অংশটুকুর দৌলতে সিনেমায় সলমনকে ৫ থেকে ১০মিনিট বেশি দেখা যাবে বলেই খবর।
ভাইজানের হঠাৎ মত পরিবর্তনে ‘অন্তিম’-এর রিলিজও আটকে গেল। আপাতত দশেরায় ছবি মুক্তির পরিকল্পনা স্থগিত রাখছেন নির্মাতারা। কালীপুজোর আগে কোনও ভাবেই ছবির মুক্তি সম্ভব নয় বলেই শোনা যাচ্ছে।
আরও পড়ুন : দশেরায় ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’