মুম্বই : সঞ্জয় লীলা বানশালির(Sanjay Leela Bhansali) ছবি ইনশাল্লাহ(Inshallah) ছেড়ে বেড়িয়ে এলেন সলমন খান(Salman Khan)। কিসি কা ভাই কিসি কি জান(Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির চুড়ান্ত ব্যর্থতার পর কোনওরকম রিস্ক নিতে নারাজ সলমন খান।সূত্রের খবর,সঞ্জয় লীলা বানশালির ড্রিম প্রজেক্ট ইনশাল্লাহ একটি দুর্দান্ত প্রেমের ছবি।যে ছবিতে সলমনের অভিনয় করার কথা ছিল।ছবির চিত্রনাট্য দারুণ পছন্দ করেছিলেন, এবং সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় কাজ করার জন্য উদগ্রীব ছিলেন তিনি।কিন্তু সদ্যই নাকি ইনশাল্লাহ নিয়ে আপত্তি জানিয়ে ছবিতে অভিনয় করবেন না জানিয়ে দিয়েছেন সল্লুমিঞা।এখানেই কিন্তু শেষ নয়।আর নিউকামারদের(New Comers) সঙ্গেও অভিনয় করবেন না তিনি।কিসি ভাই কিসি কি জান ছবিতে একঝাঁক নতুন মুখকে দেখা গিয়েছে।এরাই নাকি সলমনের নতুন ছবিকে ডুবিয়ে ছেড়েছেন বলে মনে করছেন সল্লুর ঘনিষ্ঠমহল।বলিউডের স্ট্রাগলারদের প্রতি সলমন একটু বেশিই স্নেহশীল।বহু নতুন তারকা বলি সুপারস্টারের হাত ধরেই পা রেখেছেন বলিউডে।কিন্তু আগামী দিনে হয়তো আর এমনটা করবেন না সলমন খান। এমনকি ভাই সোহেল কিংবা আরবাজেরও প্রযোজনা-পরিচালনায় কাজ না করারও সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।অনেক ভেবে চিন্তে তবেই ছবি সিলেক্ট করতে চান অভিনেতা।
খামোশি থেকে হাম দিল দে চুকে সনম।সঞ্জয় লীলা বানশালির পরিচালক জীবনের শুরুর থেকেই জুড়ে গিয়েছিলেন সলমন খান।পরবর্তীকালে পরিচালকের সাওয়ারিয়া ছবিতেও ক্যামিও রোলে দেখা গিয়েছিল ভাইজানকে।সলমন যে তার অন্যতম প্রিয় পাত্র,সেকথা খোলাখুলি স্বীকার করে নেন এসএলবি।পরিচালকের নতুন প্রজেক্ট ইনশাল্লাহ তেও যে সল্লু অভিনয় করবেন এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছিল বিগত বেশ কিছু বছর ধরে।সঞ্জয়ের সঙ্গে হাত মেলাতে উন্মুখ ছিলেন সলমনও।কিন্তু সম্প্রতি নাকি ইনশাল্লাহ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এতবছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি।অভিনয়ের পাশাপাশি পা রেখেছেন প্রযোজনার জগতেও। সলমন যে সবসময় নতুনদের পাশে থাকেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।কিন্তু এতবছর ইন্ডাস্ট্রিতে থেকে সলমনের উপলব্ধি অন্যদের পাশে দাঁড়িয়ে অনেক ক্ষতি সহ্য করেছেন তিনি।প্রিয় বন্ধু হোক বা নিউকামার অভিনেতা পরিচালক।সকলেই তাঁকে সিঁড়ির মতো ব্যবহার করতে চেয়েছেন।তাই আর কোনওরকম পরীক্ষা-নিরীক্ষা করতে নারাজ সলমন খান।আগামী দিনে ভেবে চিন্তে তবেই ছবিতে অভিনয় করার পরিকল্পনা করছেন সলমন।