বলিউডের (Bollywood) ভাইজানকে দেখা গেল নতুন রূপে।চলতি মাসের ২০ অগাস্ট অর্থাৎ রবিবার সলমান খানকে (Salman Khan) দেখ অজয় ন্যাড়া মাথায়।তাঁর সেই নতুন লুকে তাঁকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজি (Paparazzi)। মুহূর্তের মধ্যে তাঁর সেই নতুন লুকের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।কালো ট্রাউজার, কালো শার্টে নজরকাড়েন সবার। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভাইজান। সালমান খানের নতুন লুক দেখে উত্তেজিত ও উচ্ছ্বসিত তার অনুরাগীরা। পাপারাৎজিদের পোস্ট করা ভিডিওতে সবাই মজার মজার সব মন্তব্য করছেন।
সালমানের এমন লুক দেখে একজন লিখেছেন, তার পরের আর্মি থ্রিলার ছবির লুক টেস্ট। অপর একজন লিখেছেন, চুল ছাড়াও তাকে হ্যান্ডসাম লাগছে।কিছু মানুষকে সুন্দর দেখানোর জন্য চুলেরও প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন: বাংলায় কোনও দিন এনআরসি করতে দেব না: মমতা
শুধু কমেন্ট নয়, লাল হার্ট ও আগুনের ইমোজি পোস্ট করেছেন কেউ কেউ। সালমান খান বিভিন্ন সিনেমাতেই নিজের হেয়ারস্টাইল নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। তার বড় উদাহরণ তেরে নাম’ ও ‘সুলতান। তেরে নাম সিনেমায় তার বড় চুল দেখে সেই ছাঁটে চুল রাখতে শুরু করেন অনুরাগীরাও। এ সিনেমায় তাকে ন্যাড়া মাথায় দেখা গেছে।’সুলতান’ সিনেমায় তাকে একেবারে ছোট করে ছাঁটা চুলে দেখা গেছে। ২০২১ সালের ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে এসে তিনি নিজের সিনেমার জন্য মাথা ন্যাড়া করার প্রসঙ্গেও কথা বলেন।