বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন সলমন খান আর সুনীল শেট্টি। প্রথম থেকেই সলমন আর সুনীল খুব ভাল বন্ধু। এতগুলো দিন পরও তাঁদের বন্ধুত্ব অটুট। সুনীলের মেয়ে আথিয়া শেট্টির বলিউড ডেবিউ-এর দায়িত্বেও ছিলেন সলমন। ভাইজানের হোম প্রোডাকশনের ছবি ‘হিরো’-তে বলি ডেবিউ করেছিলেন আথিয়া। এবার পালা সুনীলের ছেলে আহান শেট্টির।তাঁর ডেবিউ ছবি ‘তড়প’ রিলিজের আগেও সলমন অ্যাংকলকে পাশে পেলেন আহান।
সদ্যই ‘তড়প’-এর স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিল প্রযোজক টিম।স্ক্রিনিং-এ ‘তড়প’-এর কাস্ট অ্যান্ড ক্রিউ ছাড়াও উপস্থিত ছিলেন স্বয়ং সলমন খান। স্পেশাল স্ক্রিনিং-এ ভাইজানের উপস্থিতির সেই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল সাইটে।
It’s called a True Friendship!!@SunielVShetty Sir and @beingsalmankhan Sir at the Tadap Premier…❤️❤️
Salman khan Sir kissed Ahan pic on Tadap poster that’s cute ..❤️❤️#SunielShetty #AhanShetty #SalmanKhan #TadapPremier pic.twitter.com/HG3Mk1J7pX— Suniel Shetty FC (@SunielShetty_FC) December 1, 2021
প্রিমিয়ারে এসে আহানের ছবির পোস্টারে চুম্বন করে সলমন বুঝিয়ে দিয়েছেন সুনীল-পুত্র তাঁর কতোটা আদরের! পুরনো বন্ধুকে কাছাকাছি পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি সুনীলও। স্পেশাল স্ক্রিনিংয়েই ভাইজানকে জড়িয়ে ধরেন সুনীল। পরে আহানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
ভাইজান ছাড়াও ‘তড়প’-এর প্রিমিয়ার শো-এ এসেছিলেন কাজল, রীতেশ- জেনেলিয়া দেশমুখ, হিমেশ রেশমিয়া, মৌনী রায়, দিশা পাটানি সহ আরও অনেকে।