সলমন খানের বন্ধুপ্রিতির কথা সকলের জানা। বলিপাড়ার বহু অভিনেতার কেরিয়ার তৈরি থেকে শুরুকরে , বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য নাম আছে সলমন ভাইয়ের। বন্ধুত্ব ও শত্রুতা দুটোই মন দিয়ে করেন দাবার সলমন।
বহু পুরোনো বান্ধবীর অসময়ে পাশে থাকতেন শোনা যায়।যেকোন ভালো কাজের জন্য মন খুলে প্রশংসা করেন সাল্লূভাই। এবার অভিনেত্রী সুস্মিতা সেনের প্রশংসায় পঞ্চ মুখ হলেন সলমন খান।
এই প্রশংসার পাল্টা প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর মতো ভালোমনের মানুষ যে সকলের ভালোটা দেখতে পান , অনেক ধন্যবাদ শুভেচ্ছা জন্য। প্রসঙ্গত সুস্মিতা ও সলমন একসঙ্গে যে ছবি গুলি করেছিল তার মধ্যে বেশ জনপ্রিয় হয় ‘বিবি নাম্বার ওয়ান ‘, ‘তোমকো না ভুল পায়েঙ্গে’ প্রমুখ।