সলমন খান এমনিতেই খবরের শিরোনামে থাকেন। গত ২৭ ডিসেম্বর ছিল সাল্লুভাই এর জন্মদিন, তবে জন্মদিনের সকাল থেকেই ভাইজান খবরের থাকেন, কারন সাপের কামড়ে হাসপাতালে যেতে হয় তাঁকে। তবে কিছুক্ষণ পরই অ্যান্টি ভেনাম ইঞ্জেকশন নিয়ে তিনি বাড়ি ফিরেযান।
জন্মদিনের সন্ধ্যেয় খোশমেজাজেই সাংবাদিকদের সম্মুখীন হন। এর পর সারা রাত চলে জন্মদিনের উল্লাস। সলমন আগেই জানিয়েছিলেন তিনি নতুন বছর আসা পর্যন্ত পানভেইল এর ফার্ম হাউসেই থাকবেন। পানভেইলের রাস্তায় সলমন অটো চালিয়ে সময় কাটাচ্ছেন। সেই দৃশ্য দেখে হতচকিত হয়ে যাচ্ছে পথচারীদের অনেকেই।
প্রসঙ্গত সলমন এই প্রথম যে অটো চালাবেন, তা নয় এর আগেও বহু সময়ে অটো চালিয়ে বা অটো সওয়ার হয়েছেন ভাইজান ।সলমন খান মেগাস্টার হয়ে গেলেও সাধারণ জীবন যাপনেই খুশি থাকেন।
তাইতো যখন বলিউডের বেশিরভাগ অভিনেতারা ছুটি কাটাতে বিদেশ যান, সেখানে সলমন ছুটি কাটান মুম্বইয়ের কাছেই ফার্ম হাউসে। কখনও সাইকেল কখনও বা অটো চালানোর মজা নিয়ে থাকেন।
View this post on Instagram