ইতিমধ্যেই মহারাষ্ট্রের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ।এবার আর্তদের পাশে দাঁড়ালেন ভাইজান সলমন খানও।বানভাসি হয়ে গিয়েছে মহারাষ্ট্রের চিপলুন,মাহার সহ মহাবলেশ্বরের বহু গ্রাম।বন্যা বিধ্বস্তদের সাহায্যার্থে জরুরি জিনিষপত্র ভর্তি পাঁচটি টেম্পো পাঠিয়েছেন সলমন খান।বিষয়টিতে সমর্থন জানিয়ে মহারাষ্ট্রের পরিবহণ ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেনসূত্রের খবর অনুযায়ী,আই লাভ মুম্বই ফাউন্ডেশনের সভাপতি তথা যুবসেনা নেতা রাহুল এন কানাল সলমনের সঙ্গে এই ত্রাণ সরবারহ নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন।শোনা যাচ্ছে,৫০০টি রেশন প্যাকেটের ব্যবস্থা করেছেন সলমন তাঁর মধ্যে রয়েছে সংসারের নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী।
আরও পড়ুন – টাইগারের দেশপ্রেম
অবশ্য এমনটা প্রথমবার নয়, গতবছরও লকাডাউন চলাকালীন গৃহবন্দী গরীব মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করেছিলেন ভাইজান।সলমনের পাশে দাঁড়িয়েছিলেন তার বন্ধুরাও।মহারাষ্ট্রের বন্যা বিধ্বস্তদের প্রতি সলমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় দারুণ খুশি ভাইজান ভক্তরা।
আরও পড়ুন – প্রেম- বন্ধুত্বের লুকোচুরি