সোমবার ৫৬তে পা রাখছেন বলিউড অভিনেতা সলমন খান।জন্মদিনের আগেই বিগ বসের সেটে হয়ে গেল ভাইজানের প্রি-বার্থডে সেলিব্রেশন।কিছুদিন আগেই মুম্বইতে ‘ট্রিপল আর’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সলমন খান।সেখানে ‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েলের ঘোষণাও করেছিলেন তিনি।নতুন বছরের ৭ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে এস এস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’। সদ্যই ছবির প্রচারে সলমন খানের বিগ বসের সেটে গিয়েছিলেন রামচরণ,জুনিয়র এনটিআর,আলিয়া ভাটরা।হাজির ছিলেন পরিচালক এস এস রাজামৌলিও।সকলের সঙ্গে চুটিয়ে মজা করলেন সল্লুমিঞা।টিম ‘ট্রিপল আর’-এর উপস্থিতিতে শোয়ের মাঝেই চলল ভাইজানের জন্মদিনের প্রি-সেলিব্রেশন।কেকও কাটলেন সলমন খান।