অবৈধ মাদক নেওয়ার অভিযোগে রবিবারই এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।এই ইস্যুতে শাহরুখের পাশে দাঁড়ালেন আরিয়ানের বলিইড ইন্ডাস্ট্রির দুই চাচু সলমন খান এবং সুনীল শেট্টি।শাহরুখের সঙ্গে সলমন এবং সুনীল শেট্টির সুসম্পর্কের কথা কারোরই অজানা নয়।কাজের জগতের বাইরেও দুজনের সঙ্গেই শাহরুখের গভীর বন্ধুত্ব।আরিয়ানের গ্রেফতারের ঘটনায় কিং খান যে রীতিমতো চিন্তিত তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।রবিবার শাহরুখের বাংলোয় গিয়ে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করেন সলমন।সেখানেই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ে যান ভাইজান।
আরও পড়ুন – মাদক মামলায় আরিয়ান সহ এনসিবি’র জালে ৮
আরিয়ানের গ্রেফতারির খবর পেয়ে বিদেশ থেকে মুম্বই ফিরে এসেছেন সুনীল শেট্টিও।শাহরুখ ও আরিয়ানের পাশে থাকার সাফ বার্তা দিলেন তিনি।এয়ারপোর্টে তাঁকে আরিয়ানের অবৈধ মাদক সেবন এবং গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা কটাক্ষের সুরে জানান,বাচ্চা ছেলেটাকে ভালো করে নিঃশ্বাস তো নিতে দিন।
আরও পড়ুন – যৌন উত্তেজক ট্যাবলেট, পার্টি-ড্রাগস হোয়াইট ম্যাজিক ছাড়াও আরও কত নিষিদ্ধ মাদক আরিয়ানের হেফাজতে
রবিবার আরিয়ান সহ বাকিদের এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত।সোমবারও আরিয়ানকে ফের আদালতে তোলা হবে।এদিন শাহরুখ পুত্র জামিন পান, নাকি ফের তাঁকে এনসিবি হেফাজতেই রাখার নির্দেশ দেয় আদালত এখন সেটাই দেখার।
আরও পড়ুন – শাহরুখ পুত্র আরিয়ান-সহ গ্রেফতার ৩