‘সিংহাম’,’সিম্বা’,’সূর্যবংশী’র সাফল্যের পর রোহিত শেঠির নতুন ছবিতেও নাকি দেখা যেতে পারে সলমন খানকে। নতুন এই ছবির নাম ‘কপ ইউনিভার্সে’। এই ছবিতে সলমন খানকে ‘দাবাং’ ছবির চরিত্রে অর্থাৎ চুলবুল পান্ডে হিসেবে দেখা যাবে। সম্প্রতি ‘বিগ বস’ রিয়েলিটি শোতে সঞ্চালক সলমন খানের সঙ্গে কথোপকথনে এ বিষয়টি উঠে এসেছে। রোহিতের কথায় তিনি সিংঘাম ও চুলবুল পান্ডেকে একই সঙ্গে পর্দায় হাজির করতে চান। এ বিষয়ে সলমনের সম্মতি রয়েছে। জানা যাচ্ছে অজয় দেবগনের ‘সিংহাম’,রণবীর সিংয়ের ‘সিম্বা’ এবং সদ্য মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ নিয়েই তৈরি হচ্ছে রোহিতের ‘কপ ইউনিভার্সে’। যদিও নতুন এই ছবি সম্পূর্ণ আলোচনার পর্যায় রয়েছে। এমনকি চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়নি বলে রোহিত জানিয়েছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ‘সিংহাম ৩’ ছবির শুটিং শুরু করতে চলেছেন অজয় দেবগান ও রোহিত শেট্টি। যে ছবিতে অক্ষয় কুমার রনবীর সিং কেও দেখা যাবে।