প্রকাশ্যে তাঁরা নিজেরা না জানালেও তাদের বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে তা নিয়ে বলি মহলে কিংবা ভক্তদের আর কোনো সন্দেহ নেই। রাজস্থানের ঐতিহ্যশালি বিলাসবহুল প্যালেস-রিসর্টে তাদের বিয়ের চূড়ান্ত অতিথি তালিকাও তৈরি হয়ে গেছে। তবে বলিউডে অনেকেরই কৌতুহল ক্যাটরিনা কি তাঁর বিয়েতে প্রাক্তন প্রেমিক সলমন খানকে ইতিমধ্যে আমন্ত্রণ করেছেন? এমনকি ভিকি- ক্যাটরিনা ভক্তরাও তা জানতে বিশেষভাবে আগ্রহী। সলমন খানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের জল্পনা এক সময় বেশ ভালোই ছড়িয়েছিল। সেসময় সালমান কিংবা ক্যাটরিনা কেউই তাদের সম্পর্ক নিয়ে অবশ্য মুখ খোলেননি। তবে তখন থেকেই সালমানের পরিবারের সঙ্গে ক্যাটরিনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। ভাইজানের ফ্রম হাউসে তার পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটিয়েছিলেন অভিনেত্রী। সেই সূত্রে মা-বোনেদের সঙ্গে ক্যাটরিনার সুসম্পর্ক গড়ে উঠেছিল। কাজি খুব স্বাভাবিক কারণেই ভিকি ক্যাটরিনার বিয়েতে সলমন ও তার পরিবার আমন্ত্রিত কিনা তা জানতে কৌতুহলী সমস্ত মহল। এবারে প্রসঙ্গেই মুখ খুলেছেন সলমনের বোন অর্পিতা খান। সালমানের দুই বোন অর্পিতা ও আলভিরার সঙ্গে কাটরিনার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক। ‘আমরা এখনো পর্যন্ত বিয়ের কোন নিমন্ত্রণ পাইনি’ বলে অর্পিতা নাকি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক খান পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। কাজেই আমন্ত্রণপত্র না পাওয়ায় ক্যাটরিনার বিয়েতে তাঁদের যাওয়ার কোন প্রশ্নই উঠছে না। ক্যাট বিকির বিয়েতে আমন্ত্রিতদের জন্য থাকছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। রাজস্থানের সাওয়াই মাধবপুরের সিক্স সেন্স ফোর্টের এই বিয়ের আসরের অতিথিদের হাতে ধরিয়ে দেয়া হয়েছে নিষেধাজ্ঞার লম্বা লিস্ট। যাতে কেউ ছবি তুলতে না পারে সেজন্য মোবাইল ফোনের ওপর বিশেষভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া ওমিক্রনের আতঙ্কের জন্য কাটছাঁট করা হয়েছে আমন্ত্রিতদের তালিকা। যেহেতু ক্যাটের জন্ম বিদেশের মাটিতে খুব স্বাভাবিক কারণেই এই বিয়েতে বিদেশী অতিথিরাও উপস্থিত থাকবেন। কাজেই নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।