মুম্বই : ২৮ শে সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তির অপেক্ষায় প্রভাস(Prabhas) অভিনীত নতুন ছবি সালার-পার্ট ১ সিজফায়ার(Salaar-Part 1 Ceasefire)। ইতিমধ্যেই ছবির অ্যাকশন প্যাকড টিজার(Teaser) প্রকাশ্যে এসেছে,যদিও কবে সালার-এর ট্রেলার মুক্তি পাবে সেই প্রশ্নই ঘুরছে প্রভাস ভক্তদের মনে।জানা যাচ্ছে,সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ্যে আসবে সালার-এর বহু প্রতীক্ষিত ট্রেলার।কেজিএফ খ্যাত পরিচালক প্রশান্ত নীলের(Prashant Neel) এই ছবিতে প্রভাসের নায়িকার চরিত্রে রয়েছেন শ্রুতি হাসান(Shruti Haasan)।ভিলেনের ভূমিকায় দেখা যাবে অভিনয় করছেন মালয়লম তারকা পৃথ্বীরাজ সুকুমারন(Prithviraj Sukumaran)।সদ্যই সালার নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।কিছুদিন আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছিল শাহরুখের ছবি জওয়ান(Jawan)-এর ফুটেজ। সালার-এর ক্ষেত্রেও তেমনটা হোক, মোটেও চান না প্রযোজক।তাই বেঙ্গালুরুতে নয়,কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামে পুরোদমে চলছে ছবির পোস্ট প্রোডাকশন।আদিপুরুষ(Adipurush) নিয়ে ব্যর্থতার পর সালার-এর হাত ধরেই ঘুরে দাঁড়াবেন বাহুবলী তারকা(Bahubaali Star)।এমনটাই বলছেন প্রভাস ভক্তরা।
রাধে শ্যাম থেকে আদিপুরুষ,প্রভাসের একের পর এক ছবি নাম লিখিয়েছে ফ্লপের তালিকায়।তাই সালার নিয়ে আশায় বুক বাঁধছেন প্রভাস ফ্যান ক্লাব।কারণ এই প্রথমবার কেজিএফ পরিচালক প্রশান্ত নীলের ছবিতে অভিনয় করছেন বাহুবলী ছবির তারকা।কিছুদিন আগেই সালার-এর টিজার প্রকাশ্যে এসেছে যে টিজারে রীতিমতো মারমুখী মেজাজে দেখা গিয়েছে তেলুগু তারকাকে।ছবিতে প্রভাসের নায়িকা হিসেবে জুটি বেঁধেছেন কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান।এবং ভিলেনের চরিত্রে রয়েছেন মালয়লম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন।পাশাপাশি সালার-এ অভিনয় করেছেন জগপতি বাবু,টিনু আনন্দ ছাড়াও আরও বহু দক্ষিণী অভিনেতা-অভিনেত্রী।
কিছুদিন আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গিয়েছিল শাহরুখের ছবি জওয়ান ছবির ফুটেজ।যে কারণে আদালতের দ্বারস্থ হয়েছিল কিং খানের প্রযোজনা সংস্থা।সালার-এর ক্ষেত্রেও এমনটা হোক চাইছে না পরিচালক প্রশান্ত নীল।সেই কারণেই বেঙ্গালুরুতে নয়,কর্ণাটকের একটি গ্রামে স্থানন্তিরত করা হয়েছে সালার-এর ফুটেজ।সেই গ্রামেই গোপনে চলছে প্রভাসের নতুন ছবির পোস্ট প্রোডাকশন।শুধুমাত্র কলাকুশলীরা ছাড়া আর কারোরই সেখানে প্রবেশাধিকার নেই।আরও জানা যাচ্ছে,ছবির সুরকার রবি বরসুরের আদি বাড়ি নাকি সেই গ্রামেই।নির্বিঘ্নে সালার-এর পোস্ট প্রোডাকশনের যাবতীয় দায়িত্বও তিনিই নিয়েছেন।