হায়দরাবাদ : আদিপুরুষ(Adipurush)-এর ব্যর্থতার পর এবার সালার(Salaar) নিয়ে আশায় বুক বাঁধছেন প্রভাস(Prabhas) ভক্তরা। কারণ, বড়পর্দায় আসছে বাহুবলী সুপারস্টারের(Bahubali Superstar) প্যান ইন্ডিয়ান ফিল্ম(Pan Indian Film) সালার। বৃহস্পতিবার ভোরে মুক্তি পেল ছবির টিজার(Teaser)।যে টিজারে অ্যাকশন স্টার রূপে নজর কাড়লেন সুপারস্টার প্রভাস।কেজিএফ(KGF) খ্যাত প্রশান্ত নীলের(Prashant Neel) পরিচালনায় এই অ্যাকশন প্যাকড্ ফিল্মে নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি হাসানকে(Shruti Hassan)। ছবির ভিলেন মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন(Prithviraj Sukumaran)।রয়েছেন টিনু আনন্দ,জগপতিবাবু(Tinu Anand,Jagapatibabu) ছাড়াও আরও অনেকেই। কেজিএফ-এর মতো সালার-ও একাধিক পর্বে নির্মিত হতে চলেছে।২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সালার-এর প্রথম পর্ব(Part 1) সিজফায়ার(Cheasefire)। সবকটি দক্ষিণী ভাষায় ও হিন্দিতে ছবি দেখতে পাবেন দর্শক।রাধে শ্যাম থেকে আদিপুরুষ।প্রভাসের শেষ দুটি ছবিই নাম লিখিয়েছে ডিজাস্টারের তালিকায়।এবার পুরনো ব্যর্থতা ভুলে নতুন ছবি সালার নিয়ে মাঠে নামছেন বাহুবলী তারকা।২০২২ সালের এপ্রিলে কেজিএফ ২-র মতো বক্সঅফিস কাঁপানো ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল।যে ছবিতে দেখা গিয়েছে কন্নড় সুপারস্টার যশকে।এবছর ২৮সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে প্রশান্ত নীলের পরের ছবি সালার।এই ছবি নিয়ে দর্শকমহলে জল্পনার অন্ত নেই।কারণ,ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন প্রভাস।
গতবছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে কেজিএফ খ্যাত পরিচালক প্রশান্ত নীলের ছবি সালার।যে ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শ্রুতি হাসান।ভয়ঙ্কর দুই ভিলেনের চরিত্রে রয়েছেন জগপতি বাবু এবং মালায়লম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন।আদিপুরুষ নিয়ে নির্মাতাদের মারাত্মক ব্লান্ডারের পর এবার সালার নিয়ে দারুণ আশাবাদী গোটা বিশ্বের প্রভাস ভক্তরা।কারণ পরিচালক প্রশান্ত নীল যে বক্সঅফিসে বড় ব্লকবাস্টার হিট ছবি দিতে সফল তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন। কেজিএফ এবং কেজিএফ ২-ই তার সবচেয়ে বড় প্রমাণ।সালার-এ প্রথমবার প্রশান্ত নীলের সঙ্গে কাজ করেছেন তেলুগু তারকা।প্রভাসের স্বমহিমায় ফিরে আসতে একটি বড় সুপারহিটের প্রয়োজন।এবং সালার-ই সেই ছবি হতে চলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ মহল। ছবিতে তলোয়ার এবং বন্দুক দিয়ে শত্রুপক্ষকে বিনাশ করতে দেখা গিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টারকে।টিজারে নজর কেড়েছেন ছবির ভিলেন পৃথ্বীরাজ সুকুমারনও।কেজিএফ ২ এর মতো সালার-ও বক্সঅফিসে ঝড় তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২৮ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে সালার ছবির প্রথম পর্ব সিজফায়ার। ছবিটি আদপে তেলুগু ভাষায় তৈরি হলেও অন্যান্য দক্ষিণী ভাষায় এবং হিন্দিতেও প্রভাসের ছবিটি দেখতে পাবেন দর্শক।