হায়দরাবাদ : সালার(Salaar)-এর টিজার(Teaser) দেখে মোটেও খুশি নয় নেটদুনিয়ার প্রভাস(Prabhas) ভক্তরা।বৃহস্পতিবার ভোরেই প্রকাশ্যে এসেছে প্রশান্ত নীল(Prabhas) পরিচালিত প্রভাসের নতুন ছবি সালার-এর টিজার।যা দেখে কিন্তু ভ্রু কুঁচকেছে নেটিজেনের(Netizen)।কারণ,টিজারে কয়েক ঝলকই দেখা গিয়েছে প্রভাসকে।নেটিজেনের একাংশের অভিযোগ,সালার-এর টিজার দেখে তাঁদের মনে হয়েছে প্রভাসের নতুন ছবি আদপে কেজিএফ ৩(KGF 3)।ডার্ক থিম(Dark Theme) থেকে বিজিএম(BGM) সবকিছুতেই মিল রয়েছে কেজিএফের সঙ্গে।সালার-এর পোস্টারের(Poster) থেকেও টিজারে আলাদা কিছু দেখতে পাচ্ছেন না তাঁরা।আবার কেউ কেউ বলছেন আদিপুরুষ(Adipurush)-এর পর প্রভাসের নতুন ডিজাস্টার হতে চলেছে সালার।এবার প্রভাসের নতুন ছবিকে যদি কেউ বাঁচাতে পারেন তবে তিনি রকি ভাই(Rocky Bhai) ওরফে যশ(Yash)। যদিও শোনা যাচ্ছে,আগামী দিনে সম্ভবত কেজিএফ এবং সালার-এর ক্রশওভার(Cross Over) করতে চলেছেন পরিচালক প্রশান্ত নীল।সালার-এ প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রুতি হাসান(Shruti Hassan)।ভিলেনের চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন(Prithviraj Sukumaran)।ছবিতে ক্যামিও রোলে যশকেও দেখা যাবে বলে সূত্রের খবর।আরও জানা যাচ্ছে,স্বাধীনতা দিবসের পরে মুক্তি পাবে সালার-এর ট্রেলার।
আজ ভোরেই ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে প্রভাস অভিনীত ছবি সালার-এর টিজার।তারপর থেকেই চর্চায় রয়েছে পরিচালক প্রশান্ত নীলের নতুন ছবি। ইতিমধ্যেই ২৫মিলিয়ন মানুষ দেখে ফেলেছে সালার-এর টিজার।যদিও ছবি নিয়ে চর্চার এই শুরুওয়াত বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।আদিপুরুষ-এর ভয়ঙ্কর ব্লান্ডারের পর সালার নিয়ে আশার আলো দেখছিলেন প্রভাসের ভক্তরা।ছবি মুক্তি পেতে এখনও ঢের দেরি,টিজার প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়েছে প্রভাসের সালার।অনেকেই ছবির টিজারে কেজিএফ-এর ছায়া দেখতে পাচ্ছেন।আবার টিজারে মাত্র কয়েক ঝলকই দেখা গিয়েছে প্রভাসকে।যা নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ।আবার অনেকেই বলছেন,আদিপুরুষ-এর মতো সালার-ও নাম লেখাতে চলেছে প্রভাসের ব্যর্থতম ছবির তালিকায়।এরমধ্যে যদি সালার এবং নির্মাতাদের কেউ উদ্ধার করতে পারেন তবে তিনি কন্নড় সুপারস্টার যশ।ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে কেজিএফ তারকাকে, এমনটাই জানা যাচ্ছে।ভবিষ্যতে কেজিএফ এবং সালার-এর ক্রশওভারও হতে চলেছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।আগামী ২৮সেপ্টেম্বর সিনেমাহলে মুক্তি পাবে সালার।