হায়দরাবাদ : শেষ পর্যন্ত পিছোতে চলেছে প্রভাসের(Prabhas) নতুন ছবি সালার(Salaar)-এর মুক্তি।শুক্রবারই ফুকরে ৩(Fukrey 3) মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন ফারহান আখতার(Farhan Akhtar) ও রীতেশ সিদওয়ানি(Ritesh Sidwani)।২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে আলি ফজল(Ali Fazal),পুলকিত সম্রাট(Pulkit Samrat),বরুণ শর্মা(Varun Sharma) অভিনীত এই জমজমাট কমেডি ছবি(Comedy Film)।ফুকরে ৩ মুক্তির তারিখ ঘোষণার পরই নাকি সালার-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সালার-এর প্রযোজক।এমনটাই ছিল সূত্রের খবর।অবশেষে প্রভাসের অ্যাকশন ফিল্মের মুক্তি পিছনোর সিদ্ধান্ত নিলেন নির্মাতা। ২৮ সেপ্টেম্বরের বদলে নভেম্বরে মুক্তি পাবে সালার।সম্ভবত দিওয়ালিতেই বড়পর্দায় মুক্তি পেতে পারে সালার। তেমনটা হলে দিওয়ালির বক্সঅফিসে হতে চলেছে টাইগার ভার্সেস বাহুবলী মহাযুদ্ধ। কারণ, দিওয়ালিতেই মুক্তি পাবে টাইগার ৩(Tiger 3)।কানাঘুষো এমনটাও শোনা যাচ্ছে, ভাইজানের(Bhaijaan) সঙ্গে বক্সঅফিসের লড়াইটা মোটেও চাইছেন না তাঁরা।তাই নভেম্বরের শেষ সপ্তাহেও সালার মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁদের।খুব শীঘ্রই ছবি মুক্তি নিয়ে হতে পারে বড় ঘোষণা।
গতবছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে প্রভাসের অভিনীত অ্যাকশন প্যাকড ফিল্ম সালার।কেজিএফ খ্যাত পরিচালক প্রশান্ত নীলের পরিচালনায় ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান।ভিলেনের ভূমিকায় রয়েছেন মালয়লম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন।২৮সেপ্টেম্বর মুক্তি পাবে সালার।অনেক আগেই এমনটা ঘোষণা করে ছবির প্রযোজনা সংস্থা।কিন্তু গতকালই নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফুকরে ৩ মুক্তির তারিখ ঘোষণা হয়েছে।ছবিতে আলি ফজল,পুলকিত সম্রাট,বরুণ শর্মার সঙ্গে দেখা যাবে রিচা চাড্ডা,পঙ্কজ ত্রিপাঠিকেও। ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু সেইদিনই বড়পর্দায় আসছে শাহরুখের ছবি জওয়ান।তাই ৭ সেপ্টেম্বরের বদলে ২৮ সেপ্টেম্বর ফুকরে ৩ মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা হয়েছে।
তারপরই নাকি সালার মুক্তির তারিখ বদলানোর পরিকল্পনা করেছেন নির্মাতারা।নভেম্বরে মুক্তি পেতে চলেছে সালার।যদিও দিনটা নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি তাঁরা।জোর জল্পনা শোনা যাচ্ছে, ১০ নভেম্বর দিওয়ালি উপলক্ষে টাইগার ৩-র পাশাপাশি মুক্তি পেতে পারে সালার।পাশাপাশি জল্পনা শোনা যাচ্ছে,টাইগার ৩-র সঙ্গে সালার-এর বক্স অফিসের টক্কর নাকি মোটেও চাইছেন না প্রযোজক।তাই নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাবে সালার।যদিও সবটাই এখনও রয়েছে জল্পনার পর্যায়ে।কয়েকদিনের মধ্যেই নাকি ফাইনালি সালার মুক্তির দিন ঘোষণা হবে।তখনই গোটা ছবিটা স্পষ্ট হয়ে যাবে।