মুম্বই: বলিউড (Bollywood) অভিনেতা (Actor) সাইফ আলি খানের (Saif Ali Khan) পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। যদিও এখনও বলিউডে অভিষেক ঘটেনি তাঁর। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করবেন তিনি। তবে, বেশ কিছুদিন ধরেই সইফ পুত্র ইব্রাহিম আলি খান ও অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারিকে (Palak Tiwari) নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। হামেশাই ডেটিংয়ে দেখা যাচ্ছে তাঁদের। ২৭ অগাস্ট রবিবার মুম্বাইয়ে ইব্রাহিম-পলকের ঘনিষ্ঠ এক বন্ধু পার্টির আয়োজন করেছিলেন। সেখানেও উপস্থিত ছিলেন তাঁরা। যদিও আলাদা আলাদাভাবে পার্টির লোকেশনে উপস্থিত হন ইব্রাহিম এবং পলক। আর তারপর থেকেই এই জুটির প্রেমের গুঞ্জনের হাওয়া বইছে বলিপাড়ায়।
সম্প্রতি তাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা দেখে নেটিজেনরাও চর্চায় মেতেছেন। একজন লিখেছেন, ‘দারুণ জুটি।’ আরেকজন লিখেছেন, ‘তাঁদেরকে উপভোগ করতে দেন।’ অন্য একজন লিখেছেন, ‘তাঁদেরকে দেখতে সুন্দর লাগছে।’ অনেকে অবশ্য এই জুটিকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন।
আরও পড়ুন:Na Na Bhulini | Babul Supriyo | ‘না না ভুলিনি’ স্কটিশ প্রেম
যদিও এই প্রথম নয়, এর আগে একসঙ্গে কনসার্টে দেখা গেছে পলক-ইব্রাহিমকে। তারও আগে একসঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় এ জুটিকে। ওই সময়ে পলক দাবি করেন ইব্রাহিম তার ভালো বন্ধু। তার কথায়, ‘এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা, তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। ওই সময়ে ছবি তোলা হয়। এটুকুই!’
‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন বিশাল মিশ্রা। তা ছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে। অন্যদিকে, অভিনেতা হিসেবে ইব্রাহিম এখনও বলিউডে পা রাখেননি। তবে করন জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি। শোনা যাচ্ছে, বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ইব্রাহিম আলি। করণ জোহারের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস-এর ব্যানারের অধীনে তৈরি হবে সেই ছবি। আপাতত ছবির নাম স্থির হয়েছে ‘সারজমিন’। জানা যাচ্ছে, করণের ছবিতে ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাজলকে। সেই বিষয়ে নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দর্শক।