বড় ছেলে তৈমুরের পর ছোট ছেলের নাম মুসলিম শাসকদের নামে রেখেছেন সইফিনা। ছোট ছেলের আসল নাম জাহাঙ্গীর। ডাকনাম ‘জেহ’। জানিয়ে হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়তে হয়েছে সাইফিনাকে। তৈমুর আলী খানের মতো জাহাঙ্গীর আলি খান নাম নিও হচ্ছে বিতর্ক। মুঘল সম্রাটের নাম রাখার জন্য বারবার সমালোচনার শিকার করিনা। বেশকিছু কট্টরবাদী হিন্দু কারিনার মুসলিম তোষণ মেনে নিতে পারছেন না। বিতর্ক এড়াতে প্রথমে ছোট ছেলের ডাকনাম ‘জেহ’ প্রকাশ করা হয়েছিল। তারপর কারিনার বই প্রেগনেন্সি বাইবেল থেকে জানা যায় তার আসল নাম।এছাড়াও বলিউড অভিনেত্রী করিনা কাপুরের সাম্প্রতিক প্রকাশিত বই ‘প্রেগনেন্সি বাইবেল’ নিয়েও বিতর্কের ঝড় উঠেছে। বিতর্কের ঝড় শেষ হয়নি এখনো। তার মধ্যেই আজ শনিবার সইফ আলি খান ও কারিনা কাপুরকে দুই সন্তানের সঙ্গে বিমানবন্দরে লেন্সবন্দী করেছেন পাপারাৎজি। কোথায় চলেছেন তারা। শোনা যাচ্ছে
সিংহের ৫১ তম জন্মদিন সেলিব্রেট করতে তারা নাকি মালদ্বীপে উড়ে যাচ্ছেন। স্বাধীনতা দিবসের পরদিন ১৬ আগস্ট সইফ এর জন্মদিন। সে দেশের এক প্রাইভেট দ্বীপে জন্মদিন কাটাবেন ছোট নবাবের পরিবার। এয়ারপোর্টে তাদের ছবি দেখে নেট পাড়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে। কারণ এই করোনাকালে দম্পতির কারোর মুখেই ছিল না মাস্ক। মুখে মাস্ক না থাকায় ভীষণভাবে নেটদুনিয়ায় ট্রোলড হয়েছেন নবাব দম্পতি। সেই সঙ্গে নিমেষে ভাইরাল হয়েছে ছবি। খুদে তৈমুরের মুখে অবশ্য মাস্ক ছিল। দ্বিতীয় সন্তান হবার পর এই প্রথম ছোটে নবাব পরিবারের বিদেশযাত্রা। এমনকি ফেব্রুয়ারীতে ‘জেহ’র জন্মের পর তারা মুম্বই শহরের বাইরে যান নি কখনো। ‘জেহ’কে ঘুমন্ত অবস্থায় দেখা গেছে।