সাইফ আলি খান ‘বিক্রম বেদা’ ছবির দ্বিতীয় পর্বের শ্যুটিংয়ের কাজ শেষ করলেন লখনৌ শহরে। অ্যাকশন প্যাক্ট সিকোএন্স এর শ্যুটিং করে খুবই খুশি ছোটে নবাব। টানা ১৯ দিনের পর্ব ছিল এই শ্যুটিংটি, বলিউডের অন্দরের জোর খবর এই ছবিটি ২০২২ সালের সব থেকে বড় ছবি হতে চলেছে।
২০১৭ সালের সুপার হিট তামিল ছবি ‘বিক্রম ভেদা’ র রিমেক করা হচ্ছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পুষ্কর গায়ত্রী। এই ছবিতে মাল্টি স্টারার অভিনয় দেখতে পাবে দর্শকরা। সাইফ আলি খানের পাশা পারি রয়েছেন ঋত্বিক রোশন , রাধিকা আপ্টে প্রমুখ। আপাতত ছবির শ্যুটিংয়ের কাজ ভালোভাবে শেষ হওয়ায় খুশি ছবির কলাকুশলীরা।