একটানা শ্যুটিং করছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর।চলতি বছরে লকডাউনের আগেই শেষ করেছিলেন ‘জার্সি’ ছবির শ্যুটিং।কিছুদিন আগেই শুরু করেছেন দ্য ফ্যামিলি ম্যান খ্যাত ডিরেক্টর ড্যুও রাজ অ্যান্ড ডিকের ওয়েব সিরিজ ‘ফেকস্’-এর শ্যুটিং। সিরিজের শ্যুটিং এখনও খানিকটা বাকি রয়েছে বলেই খবর।এরই মধ্যে পরিচালক আলি আব্বাস জাফরের পরের ছবির শ্যুটিং শুরু করে দিলেন বলিউডের কবীর সিং।আলির পরের ছবি একটি অ্যাকশন-ক্রাইম থ্রিলার।একটি বিদেশি ছবি থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করতে চলেছেন পরিচালক,এবং ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন শাহিদ কাপুর,এমন খবর প্রকাশ্যে এসেছে বেশ কিছুদিন আগেই।
অবশেষে শুক্রবার থেকেই আলি আব্বাসের থ্রিলার ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন অভিনেতা।সেই সুখবর নিজের ইনস্টা স্টেটাসেই জানিয়েছেন তিনি।ক্রাইম এবং অ্যাকশনে ভরপুর হতে চলেছে ছবি,আগাম জানিয়ে রাখলেন শাহিদ।