বেশ কিছু মাস পরে শাহরুখ খানের ভক্তরা কিছুটা স্বস্তি পেয়েছে তাদের হিরো কিং খানকে দেখে।বলিউড বাদশা অনেক দিন পর পাবলিক অ্যাপিয়ারেন্স করলেন তাও ভার্চুয়াল মাধ্যমে।পুত্র আরিয়ানের মাদক মামলা থেকে বেল পাওয়ার পর প্রথম জনসমক্ষে এলেন শাহরুখ খান।
অক্টোবরের শেষ দিকে বেল পান আরিয়ান খান। তবে জেল থেকে বাড়ি ফেরত এলেও শাহরুখ খান ও গৌরী খান চুপচাপই সময় কাটিয়েছেন ছেলে আরিয়ানের সঙ্গে। তবে গত ১৫ ডিসেম্বর একটি গাড়ি প্রস্তুত সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ভার্চুয়ালী এই সংস্থার কর্মীদের শুভেচ্ছা জানান।
গোলগলা টি শার্ট ও টুইটারে পোনি টেইল বেঁধে ছিলেন। ভার্চুয়াল হলেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন কিং খান। বলিউডে আন্দরের খবর খুব শীঘ্ই তিনি শ্যুটিং এ ফিরছেন ।