মুম্বই : বড়পর্দায় মুক্তির অপেক্ষায় শ্রীলঙ্কান কিংবদন্তী স্পিনার মুথাইয়া মূরলীধরণের(Muthiah Muralidaran) বায়োপিক(Biopic) ৮০০(800)।সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার(Motion Poster)।তাতেই বড় চমক দিয়েছেন ৮০০-এর নির্মাতারা।মঙ্গলবারই নাকি মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার।মুম্বইতে হবে ছবির জমজমাট ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।জানা যাচ্ছে, ৮০০ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মূরলীধরণের অন্যতম প্রতিদ্বন্দী সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)।মাস্টার ব্লাস্টারই(Master Blaster) প্রকাশ্যে আনবেন ছবির ট্রেলার। ছবিতে মূরলীর ভূমিকায় অভিনয় করেছেন স্লামডগ মিলিয়নিয়র(Slamdog Milionior) খ্যাত অভিনেতা মধুর মিত্তাল(Madhur Mittal)।৮০০ পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এস এস ত্রিপাঠি(M S S Tripathi)।হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে মুরলীধরণের বায়োপিক ৮০০।
শ্রীলঙ্কার প্রখ্যাত স্পিন বোলার মুথাইয়া মূরলীধরণ,যিনি একসময় বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন।ম্যাচের আগে বিপক্ষ ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিয়েছেন,সেই দুসরা কিংয়ের জীবনচিত্র এবার বড়পর্দায় আসতে চলেছে।টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিক তিনি।তাই ছবির নাম ৮০০রেখেছেন নির্মাতারা। ২০২১সাল থেকেই শোনা যাচ্ছে ছবি নিয়ে গুঞ্জন।শুরুতে মূরলীধরণের চরিত্রে ছবিতে বিজয় সেতুপতির অভিনয় করার কথা ছিল।সেই মতো ছবির কাজও এগোচ্ছিল।কিন্তু শেষ পর্যন্ত বায়োপিকে মূরলীর চরিত্রে জায়গা করে নেন স্লামডগ মিলিয়নিয়র খ্যাত অভিনেতা মধুর মিত্তাল।
ইতিমধ্যেই পোস্টারে প্রকাশ্যে এসেছে তাঁর মূরলীধরণ লুক।যা দেখার পর নেটিজেন বলছে,কিংবদন্তী অফ স্পিনারের চরিত্রে মধুর মিত্তালই সঠিক পছন্দ।অবশেষে প্রকাশ্যে আসতে চলেছে ৮০০ ছবির ট্রেলার।বাইশ গজে মূরলীর অন্যতম প্রতিপক্ষ ছিলেন সচিন তেন্ডুলকর।একদিকে যেমন দুসরা কিংকে স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে উড়িয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।অন্যদিকে তেমনই, সচিনকে বহুবার স্পিনের জাদুতে বোকা বানিয়ে প্যাভিলিয়নে পাঠিয়েছেন মূরলী।যদিও মাঠের মধ্যে এবং বাইরে দুজনের বন্ধুত্বতে কখনও ভাঁটা পড়েনি।আজও তাঁরা একে অপরকে সম্মান করেন।তাই আগামিকাল মূরলীধরণের বায়োপিক ৮০০ ছবির ট্রেলার লঞ্চে হাজির থাকবেন ১০০সেঞ্চুরির মালিক।