মন দেওয়া-নেওয়ার পর্ব শেষ হয়েছে। এবার নাকি সত্যি সত্যি তাদের চার হাত এক হতে চলেছে। বলিউডে বাজতে চলেছে এই হাইপ্রোফাইল জুটির বিয়ের সানাই। মুম্বইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের তথ্য বলছে এ বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তারা। চার বছরের সম্পর্ক তাদের। কিন্তু কখনোই প্রকাশ্যে তাঁরা কেউ স্বীকার করেননি।
আরও পড়ুন: ভিকি-ক্যাটরিনার প্রেমের সম্পর্কে সিলমোহর অভিনেতা হর্ষবর্ধনেরর
এমনকি নিজেদের দেখে মুখ ঘুরিয়ে নিয়েছেন। মাস খানেক আগেও এই দুই বলিউড হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রীর বাগদানের খবর ঘুরপাক খাচ্ছিল বলিপাড়ায়। মুম্বাইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী শোনা যাচ্ছে কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি নাকি ইতিমধ্যেই ক্যাটরিনার বিয়ের পোশাক বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ক্যাটরিনা নাকি বেছে নিয়েছেন ‘র সিল্ক’। সব্যসাচী অবশ্য এসব নিয়ে কখনোই মুখ খোলেন না। এর আগে বহু বলিউড সেলিব্রিটির বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। তার তৈরি পোশাক পরেই ছাদনাতলায় যেতে পছন্দ করেন বলিউডের হাইপ্রোফাইল সেলিব্রিটিরা।শোনা যাচ্ছে ইতোমধ্যে বিয়ের ভেন্যু ঠিক করেছেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সাত পাকে বাধা পড়বেন এই জুটি। রান্থামবোর ন্যাশনাল পার্ক থেকে এই স্থানের দূরত্ব মাত্র ৩০ মিনিট।সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা ১৪০০ খ্রিষ্টাব্দে নির্মিত একটি দুর্গ। পরবর্তী সময়ে এটিকে অভয়ারণ্য ও স্পা সেন্টারে রূপান্তর করা হয়েছে। রাজস্থানের একটি রাজ পরিবারের মালিকানাধীন প্রাচীর ঘেরা এই দুর্গে দু’টি প্রাসাদ ও একটি মন্দির রয়েছে। জানা গেছে, ডিসেম্বরে প্রথম সপ্তাহে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে
বলিপাড়ায় চার বছরের প্রেমের সম্পর্কে থেকে আজ পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটি মন্তব্যও করেননি ক্যাটরিনা-ভিকি কৌশল। বহু অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁদের। তবুও সর্বসমক্ষে বজায় রেখেছেন দূরত্ব। এমনকি দুজনে একসঙ্গে ছুটি কাটাতে ও বাইরে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবিও দিয়েছেন। তবে একসঙ্গে নয়। সম্প্রতি অবশ্য তাদের প্রকাশ্যে খুব কমই দেখা যাচ্ছিল। যা থেকে নেটিজেনদের ধারণা হয়েছিল তাদের বিয়ের দিন এগিয়ে এসেছে। ভিকি অভিনীত সরদার উধম এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। আবেগ আটকে রাখতে পারেননি দুজনে। চিত্র সাংবাদিকদের সামনে একে অপরকে আলিঙ্গন করেছিলেন। নিজেদের বিয়ে নিয়ে কাটরিনা বা ভিকির পক্ষ থেকে কেউ কোন বিবৃতি এখনো দেননি। তবে সত্যিই কি তাদের বিয়ে এখনো দেরি আছে? এবার তাঁরা কী বলবেন! গত দুমাস ধরে তাদের বিয়ের খবর বলিউডের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছিল। এমনও খবর ছিল নাকি তারা চুপিচুপি আংটি বদল করেছেন। গভীর রাতে ক্যাটরিনার ফ্ল্যাট থেকে বের হতে দেখা গিয়েছিল ভিকিকে। দুজনেই সচেষ্ট হয়েছিল এটা প্রমাণ করতে যে তাদের বিয়ের খবর মিথ্যে। কিন্তু শেষ পর্যন্ত সত্যি চাপা থাকলো না। তারা যে বিয়ে করছেন চলতি বছরের শেষেই সে খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন সংবাদপত্রে। দু বাড়িতেই নাকি বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে।