কলকাতা: একসময় শুভমন গিল (Shubman Gill) আর সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) প্রেম ছিল হটকেক। তবে এখন শুভমন অতীত! দীপিকার সহ-অভিনেতার সঙ্গে প্রেম করছেন সারা তেন্ডুলকর। খবর বলছে বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে (Siddhant Chaturvedi) মন দিয়েছেন শচীন কন্যা। বলিউডে ঝড় তুলেছেন এই নতুন অভিনেতা সম্প্রতি। তাঁর ফিজিক্সে তন্বীরা। আর সেই হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গেই নাকি এখন ঘুরে বেড়াতে দেখ যাচ্ছে সচিন কন্যা সারা।
সারা-শুভমনের প্রেমের গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। ২০২০-তে এক আইপিএল ম্যাচে শুভমনকে প্রশংসায় ভাসিয়েছিলেন সারা, আর তখন থেকেই তাঁদের ‘লাইক-কমেন্ট’-এর আদানপ্রদান শুরু সোশ্যাল মিডিয়ায়। এমনকি শুভমনের দিদি শাহনিল গিল ও সিমরন সিধুকেও ইনস্টাগ্রামে ফলো করতেন সারা। সারা তেন্ডুলকর আর শুভমন গিল দু’জনেই একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। আর তাতেই ফের মাথাচাড়া দিয়েছে তাঁদের সম্পর্ক ঘিরে গুঞ্জন।তারপর থেকেই নেটাগরিকদের প্রশ্ন সত্যিই কি ইতি পড়ল সারা-শুভমনের রসায়নে? না কি নতুন কোনও অধ্যায়ের শুরু?
আরও পড়ুন:প্রকাশ্যে ‘পঞ্চায়েত ৪’-এর টিজার
বলিউডে অন্দরে খবর সারা তেন্ডুলকর ও সিদ্ধান্ত চতুর্বেদীকে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। এরপর থেকেই দুজনের প্রেমের জল্পনা চর্চায়। সূত্রের খবর, সিদ্ধান্ত ও সারা-র সম্পর্ক একেবারে প্রাথমিক স্তরে থাকলেও, দু’জনের মধ্যে রসায়ন ও জমেছে। দেখে মনে হচ্ছে উভয়ই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করে এবং একে অপরের সঙ্গে আজকাল স্বাচ্ছন্দ্য বোধও করে।
অন্য খবর দেখুন