ওয়েবসিরিজ ‘তানসেনের তানপুরা’-য় আলাপ শ্রুতির সঙ্গে সবাই পরিচয় করে ফেলেছে, এবার এদের সঙ্গেহাত মিলিয়ে এবার রহস্যের জট খুলবেন দিতিপ্রিয়া রায়।বিশেষ একটি চরিত্রে থাকছেন সৌরভ দাশ।
দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল ওয়েবসিরিজ ‘তানসেনের তানপুরা’।
বিক্রম চট্টোপাধ্যায় ও রূপসা চট্টোপাধ্যায় অভিনীত এই ওয়েবসিরিজের গল্প ছিল সাতসুরে বাঁধা। ২০১৯ সালের জনপ্রিয় ওয়েবসিরিজের মধ্যে ছিল এই সিরিজ। এরপর দর্শকদের আবেদনেই আবার আনা হয় ‘তানসেনের তানপুরা’ র দ্বিতীয় পর্ব। কিন্তু এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে তৃতীয় পর্ব। সিরিজের প্রধান চরিত্র আলাপ ও শ্রুতি এবার নতুন বাদ্যযন্ত্রর সন্ধান চালাবে । নতুন রহস্য সমাধান করবে আলাপ ও তাঁর সঙ্গীরা। এই সিরিজের নাম ‘রুদ্রবীণার অভিশাপ ‘। এই সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক।
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় সেরে ফেলেছেন এই নতুন সিরিজের কাজ । তানসেনের তানপুরা উদ্ধারের পর এবার ‘রুদ্রবীণার অভিশাপ ‘ ঘিরে রহস্য উন্মোচনে আসছেন আলাপ, শ্রুতি। সূত্রের খবর অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী বড়দিনেই মুক্তি পাবে এই সিরিজ। গানে গানে নতুন রহস্যের মোড়ক উন্মোচন হবে।