ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি একটি নিরাপত্তা সংস্থারও কর্ণধার অভিনেতা রণিত রায়। মহামারীর কালে গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে রণিতের সিকিওরিটি এজেন্সি। বহু সেলিব্রেটিকে নিরাপত্তা প্রদান করে রণিতের সংস্থা। লকডাউনের সময়ে প্রায় সব সেলিব্রেটিই তাঁর সংস্থা থেকে এজেন্ট নেওয়া বন্ধ করে দেন।
একমাত্র অক্ষয় কুমার আর অমিতাভ বচ্চন রণিতের সংস্থার ওপর নির্ভর করেছিলেন। গোটা লকডাউন পর্বেই বিগ বি এবং আক্কিকে নিরাপত্তা কর্মী জোগান দিয়ে গেছে রণিতের সংস্থা।
আরও পড়ুন: কলকাতায় শাবানা আজমি
তবে সংস্থার কঠিন সময়েও কোনও কর্মীকেই ছাড়িয়ে দেননি রণিত। বরং কর্মীদের রোস্টারে পরিবর্তন করে সকলকেই কাজে বহাল রেখেছিলেন তিনি। মাসে মাসে পারিশ্রমিকও দিতেন বলেই দাবি রণিতের। তবে এই মুহূর্তে সংস্থার অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছে, রণিত চাইছেন তাঁর সংস্থার ১১০জন কর্মীর সকলেই আবার কাজে যোগ দিন। তবে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না, কারণ সংস্থাটির ৪০ জন কর্মী তাদের বাড়িতে আটকে আছেন, তারা কাজে যোগ দিতে পারছেন না। তবে কর্মীর অভাবে রণিতের সংস্থাটির কাজ যে হচ্ছে না তেমনও নয়, নতুন করে রোস্টার করে যে কর্মীরা কাজে আছেন তাদের দিয়েই কর্তব্য চালিয়ে যাচ্ছেন রণিত। কাজের ধাঁচে খানিকটা বদলও আনতে হয়েছে।
আরও পড়ুন: বাঁচতে ভালবাসেন নাফিসা
তবে যাদের নিরাপত্তা কর্মীর জোগান দিতেন রণিত তারা যদি ফের তার সংস্থা থেকে নিরাপত্তা কর্মী চান তাহলে তিনি কর্মী দেবেন কিনা তা ভেবে দেখতে হবে বলেই জানিয়েছেন রণিত। কারণ তিনি খুব ভাল করেই জানেন যে, কোনও রকম আর্থিক সমস্যা ফলে রণিতের সংস্থা থেকে নিরাপত্তা কর্মী নেওয়া বন্ধ করেননি সেলিব্রেটিরা। আর তাই সেলিব্রেটিদের নতুন করে সাহায্য করার কোনও ইচ্ছেই নেই রণিতের।