বক্সঅফিসে ব্লকবাস্টারের তকমা পেয়েছে রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’।আগামী ৪ঠা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে ছবির ওটিটি স্ট্রিমিংও।অবশ্য ‘সূর্যবংশী’-র সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করতে নারাজ পরিচালক রোহিত শেট্টি।কারণ তার একাধিক ছবির শ্যুটিং বাকি রয়েছে।বাকি রয়েছে তাঁর পরের ছবি ‘সার্কাস’-এর শ্যুটিংও।শোনা যাচ্ছে ১ডিসেম্বর থেকেই রণভীর সিংকে নিয়ে উটিতে ‘সার্কাস’-এর শেষ পর্বের শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক।রণভীর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পুজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ,বরুণ শর্মাকে।ক্যামিও রোলে দেখা যাবে দীপিকা পাডুকোনকেও।
অনেক আগেই উটিতে সার্কাস-এর শ্যুটিংয়ের সিডিউল ঠিক করে ফেলেছিলেন রোহিত।কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ও লকডাউনের জন্য ছবির শ্যুটিংই শুরু করতে পারেননি রোহিত-রণভীররা।অবশ্য বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে।তাই সার্কাস-এর শেষ পর্বের শ্যুটিং শুরুতে দেরি চাননা কেউই।
খুব বেশিদিন উটিতে শ্যুটিং করবেন না পরিচালক,কারণ খুব বেশি দৃশ্যের শ্যুটিং হবে না সেখানে।সার্কাস-এর শ্যুটিং শেষ করেই পরবর্তী প্রজেক্ট সিংঘম ৩ নিয়ে মাঠে নেমে পড়বেন রোহিত শেট্টি।