মুম্বই: দেশের হয়ে আর টি২০ খেলবেন না রোহিত শর্মা! বিসিসিআইয়ের এক সূত্র কিন্তু তেমনটাই বলছেন। ভারতের টেস্ট এবং ওডিআই অধিনায়ক শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছিলেন ২০২৩ টি২০ বিশ্বকাপে। তারপর থেকে এই ফর্ম্যাটে বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৩৬ বছর বয়সি রোহিত দেশের হয়ে ১৪৮টি টি২০ ম্যাচ খেলেছেন। প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ৩৮৫৩ রান করেছেন, তার মধ্যে আছে চারটি শতরান।
বিসিসিআইয়ের সূত্র বলছেন, “এটা নতুন খবর নয়। রোহিত গত এক বছর কোনও টি২০ ম্যাচ খেলেনি, কারণ ফোকাস ছিল একদিনের বিশ্বকাপে। এই বিষয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁর। রোহিত নিজে টি২০ থেকে দূরে থাকতে চেয়েছেন। এটা পুরোপুরি ওঁরই সিদ্ধান্ত।
রোহিতকে বাদ দিলে এই মুহূর্তে ভারতের হাতে চারজন ওপেনার আছে। শুভমন গিল, ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়। এঁরা প্রত্যেকেই আইপিএলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে খেলার চাপ আলাদা। এই চার তরুণ যদি আগামী কয়েকটা সিরিজে পারফর্ম করতে না পারে, বিসিসিআই হয়তো রোহিতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করবে।