মুম্বই: মিনি নিলামেরও বাকি প্রায় মাস খানেক। তার আগে রবিবার হঠাৎই আইপিএল (IPL) নিয়ে শোরগোল। মিনি নিলামের আগে এ দিনই ছিল ক্রিকেটারদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। এবার দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কোন ক্রিকেটারদের ধরে রাখল আর কোন ক্রিকেটারদের ছেড়ে দিল। সেই সঙ্গে মুম্বইয়ের হাতে কত টাকা থাকল সেটাও দেখে নেওয়া যাক।
কত টাকা আছে?
মুম্বই ইন্ডিয়ান্সের হাতে আছে ১৫.২৫ কোটি টাকা।
আরও পড়ুন: চেন্নাই টিম কোন ক্রিকেটারদের ধরে রাখল আর ছেড়ে দিল?
কোন ক্রিকেটারদের ছেড়ে দিল?
মহম্মদ আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘভ গোয়াল, জফ্রা আর্চার, ট্রিস্টান স্ট্রাবস, দুয়ান জ্যানসেন, জাই রিচার্ডসন, রিলে মেরেডিথ, ক্রিস জর্ডন, সন্দীপ ওয়ারিয়র।
কোন ক্রিকেটারদের ধরে রাখল?
মুম্বই ইন্ডিয়ান্স ধরে রেখেছে রোহিত শর্মা (Rohit Sharma), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষান, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল ও জেসন বেহরেনডর্ফকে। তারা ট্রেড উইন্ডো দিয়ে দলে নেয় রোমারিও শেফার্ডকে।
A big ????? ??? to all our departing players for their contribution and journey with #MumbaiIndians ?
Always a part of #OneFamily ?#MumbaiMeriJaan pic.twitter.com/HZYEVd1q19
— Mumbai Indians (@mipaltan) November 26, 2023
অন্য খবর দেখুন: