মুম্বই: ৩০ এপ্রিল টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। আজ মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সাংবাদিক সম্মেলন করলেন। নির্বাচনের সপক্ষে যুক্তি দিলেন তাঁরা। কে এল রাহুল, রিঙ্কু সিং, টি নটরাজনের বাদ পড়া নিয়ে বিতর্ক হয়েছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংয়ের সুযোগ পাওয়া নিয়ে। সেই সব কিছু নিয়েই মুখ খুললেন রোহিত এবং আগরকর।
আগরকর জানালেন, কে এল রাহুল (KL Rahul) দারুণ খেলোয়াড় কিন্তু তাঁরা মিডল অর্ডারে খেলার লোক খুঁজছিলেন, সে কারণেই ঋষভ পন্থ (Rishabh Pant) এবং সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নেওয়া হয়েছে। নির্বাচক প্রধান এও বলেন, যতদিন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সুস্থ আছেন, তাঁকে সরানোর মতো কেউ নেই। বিরাট কোহলির (Virat Kohli) স্ট্রাইক রেট নিয়ে ভাবিত নন তাঁরা, জানালেন তাও।
আরও পড়ুন: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে লাহোরে খেলাতে চায় পাকিস্তান
রিঙ্কু সিংয়ের (Rinku Singh) সুযোগ না পাওয়া নিয়ে সবথেকে বেশি শোরগোল পড়েছে। এ নিয়ে আগরকরের সাফাই, “সম্ভবত সবথেকে কঠিন সিদ্ধান্ত আমাদের এটাই নিতে হয়েছে। ও কোনও ভুল করেনি, শুভমন গিলও তাই। কম্বিনেশনের জন্য এই নির্বাচন। এতে রিঙ্কুর দোষ নেই। সিদ্ধান্ত কঠিন ছিল, কিন্তু ১৫ জনের বেশি নেওয়ার উপায় নেই।”
রোহিত বলছেন, বিশ্বকাপের ১৫ জনের দল কেমন হতে পারে, তা আইপিএলের আগেই তা নিয়ে কথা শুরু হয়েছে। আইপিএলে যে কেউ সেঞ্চুরি করতে পারে, কিন্তু বিবেচনা হত অল্প কয়েকটা স্পট নিয়েই। আগরকর অনেকটা একই সুরে বললেন, “আপনারা যদি দু-তিন মাসের ক্রিকেট (পড়ুন আইপিএল) দেখে প্রভাবিত হন, তাহলে সমস্যা আছে। দল নির্বাচন নিয়ে আমাদের চিন্তাভাবনা পরিষ্কার ছিল।”
দেখুন অন্য খবর: