ঋতাভরীর ছবির প্রশংসা করলেন হৃতিক রোশন। সদ্য তাঁর জন্মদিন গেল। ইতিমধ্যেই তাঁর ছবি ‘ব্রোকেন ফ্রেম’ মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ঋতাভরীর বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা রোহিত রায়। এবার তাঁদের ছবির ভূয়সী প্রশংসা করলেন সুপারস্টার হৃতিক রোশন। তাঁদের এই ছবি মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার জন্য টিম ‘ব্রোকেন ফ্রেম’ -কে শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন।
এই মাসেই উকলা অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক হন অভিনেত্রী। শুধু তাই নয় সেরার শিরোপা পেয়েছেন তিনি। জি্ন্মদিনের দিন গ্র্যজুয়েশন ক্যাপ পড়ে ছবিও পোস্ট করেন নায়িকা । এই মুহূর্তে তিনি দার্জিলিং এ মা ও দিদির সঙ্গে ঘুরতে গেছেন।
রামকমলের ‘ব্রোকেন ফ্রেম’ ছোট গল্প ‘লং আইল্যান্ড আইসড টি’-র উপর ভিত্তি করে তৈরি। এক দম্পতির সম্পর্কের টানাপড়েনের গল্প। অমিত ও মৌসুমীর দাম্পত্যের কাহিনী তুলে ধরবে এই ছবি। অমিতের চরিত্রে দেখা যাবে রোহিত রায়কে। মৌসুমীর চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির শ্যুটিং কলকাতাতেই হয়েছে। টলিউডের পাশাপাশি বলিউডের ছবি ও বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন ঋতাভরী।‘ব্রোকেন ফ্রেম’ খুব শিঘ্রই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।