কিছুদিন আগে খবরে প্রকাশ যে বলিউডের বিখ্যাত সুরকার সঙ্গীত কার বাপ্পি লাহিড়ী করোনা আক্রান্ত হয়ে গলা দিয়ে কোন স্বর বেরোচ্ছে না। এ খবর জানতে পেরে বাপ্পি নিজেও সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন এটা সঠিক খবর নয়। সোশ্যাল মিডিয়ায় তখনই তিনি জানিয়েছিলেন সর্দি-কাশি রয়েছে ঠিকই। সে জন্য ওষুধ খাচ্ছেন। তা্ঁর গলা যে ঠিক আছে তার প্রমাণ দিলেন বাপ্পি টলিউড অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে পুজোর গানের রেকর্ডিং করলেন মুম্বইতে নিজের বাড়ির স্টুডিওতে। ঋতুপর্ণার সঙ্গে গলা মেলালেন বাপ্পি নিজেও।
আরও পড়ুন: বাপ্পির গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না
ফোক গানের সুরে বাঁধা পুজোর এই গানের নাম ‘ফুলমতি’। এর আগে ঋতুপর্ণা বেশ কিছু ছবিতে রবীন্দ্র সংগীত গাইলেও এবারই তিনি পুরো একটি গান নিজের কন্ঠে রেকর্ড করলেন। বলি নায়িকা জানিয়েছেন, ‘ছোট থেকেই আমি গান গাইতে ভালোবাসি। নিজেকে গায়িকা হিসেবে প্রমাণের এর চেয়ে ভাল সুযোগ আর আমি পাব না। বাপ্পিদা যখন আমাকে ব্যাপারটা জানিয়েছিলেন আমি সঙ্গে সঙ্গে মনোস্থির করে ফেলি।’ টলিউডে ঋতুপর্ণাই প্রথম নায়িকা নন যিনি গান রেকর্ড করলেন। এর আগে আর এক নায়িকা রূপা গাঙ্গুলী নিজের ছবিতে রবীন্দ্রসঙ্গীত গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। অন্যদিকে কিংবদন্তি সংগীতশিল্পী-কম্পোজার বাপ্পি লাহিড়ীর কথায়,’অভিনেত্রী হিসেবে বহু আগেই ঋতুপর্ণা নিজেকে প্রমাণ করেছেন।
এবার ওর ভক্তরা ঋতুপর্ণার অন্য একটা দিক আবিষ্কার করবে। খুব সুন্দর গেয়েছে’। সম্প্রতি সংবাদমাধ্যমে তাঁর স্বরযন্ত্র খারাপ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দিন তিনেক আগে আমার নাতির সঙ্গে একটা তথ্যচিত্রের জন্য শ্যুটিং করছিলাম। সুস্থ না হলে সেটা কি করা সম্ভব হতো! তবে কোভিডের পাশাপাশি ফুসফুসের সমস্যার চিকিৎসা চলছিল। ৫০ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হইনি। এটা আমার কাছে খুবই দুঃখজনক। জনপ্রিয় সংগীতশিল্পী আরো বলেন, অতিসম্প্রতি তিনটে গান আমি রেকর্ড করলাম। কম্পোজও আমি করেছি। একটি হলো গনপতি বাপ্পা মোরিয়া। যেটা রিলিজ করলো। দুদিন আগে বাংলা ছবির সাউন্ডট্র্যাকের কাজ শেষ করলাম। যেখানে শান, আদিত্য নারায়ন,আর্মান মালিক, আলিশা চিনয় গান গেয়েছেন। আর এখন দুর্গা পুজোর জন্য ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই গানটি আমরা রেকর্ড করলাম।