ঋতুপর্ণা সেনগুপ্ত পুরস্কৃত হলেন ‘আহারে’ ছবির জন্য। এমনিতে সারা বছরই নিজের অভিনয়ের জন্য পুরস্কারের ঝুলি ভরতে থাকে এই গুণী শিল্পীর।এবার তিনি ‘জুরি স্পেশাল মেনশন’ পুরস্কার পেলেন ৫ম কৌতিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। পরিচালক রঞ্জন ঘোষ স্বভাবতই খুব খুশি এই পুরস্কারের জন্য, তিনি জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত খুবই গুণী শিল্পী। ‘আহারে’ ছবিতে তাঁর স্পর্শকাতর অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন। এর জন্য পরিচালক জুরি সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
২০১৯ সালে ‘আহারে’ ছবিটি মুক্তি পায়। এই ছবিটি মূলত নানা ধরণের খাবারে কেন্দ্র করে একটি ভালোবাসার ছবি। এই ছবিতে বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে। এক অন্য স্বাদের গল্প বলেছে এই আহারে ছবি।
ঋতুপর্ণা সেনগুপ্তকে তাঁর অভিনয়ের জন্য এবং পরিচালক রঞ্জন ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অভিনেত্রী অপর্না সেন। অভিনেত্রীর ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেও খুব খুশি এই পুরস্কারে। প্রসঙ্গত পরিচালক রঞ্জন ঘোষের আগামী ছবি ‘মহিষাসুরমর্দিনী’তেও প্রধান চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।