ক্যালেন্ডার বলছে এখন জুলাই মাস। আর সবাই জানে যে, জুলাই মানেই বর্ষাকাল। তবে বৃষ্টির দেখা নেই। গর্মি থেকে বাঁচতে তাই সুইমিং পুলে নেমে পড়লেন ঋতাভরী চক্রবর্তী। অবশ্য শুধুই স্নান বা সুইমিং নয়, রীতিমতো জলকেলি করলেন ঋতা! পুল সেশনের সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন নায়িকা। ভিডিওয়ে রামধনু এফেক্টস্ আর সঙ্গে বলিউডি গানের তড়কা- ঋতাভরীর জলকেলি মন কেড়েছে অনেকেরই!
গত বছরটা বড্ড ভুগেছেন তিনি। তার ওপর ছিল পড়াশোনার চাপও। সব মিটিয়ে এখন অনেকটাই স্বস্তিতে আছেন ঋতাভরী। অপারেশনের পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ। পরীক্ষাতেও দারুণ রেজাল্ট করেছেন! ফ্রি হয়ে তাই কোয়ালিটি টাইম কাটাতেই ব্যস্ত হয়ে পড়েছেন সুন্দরী। আর তা করতে গিয়ে জলে মস্তি মুডে আনন্দে মেতেছেন তিনি। ঋতা মস্তিতে আছেন দেখে খুশি তাঁর ভক্তরাও।