কলকাতা: টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ১৫ জনের স্কোয়াড নির্বাচনের পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তিনি রিঙ্কু সিং (Rinku Singh)। ১৫ জনের স্কোয়াডে নয়, সফরকারী রিজার্ভ হিসেবে আছেন রিঙ্কু। আকাশ চোপড়া, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, টম মুডি সহ একাধিক প্রাক্তন মনে করছেন, কেকেআর তারকার অবশ্যই সুযোগ পাওয়া উচিত ছিল। রিঙ্কুর পরিবারও বিশ্বকাপ স্কোয়াডে তাঁর বাদ পড়ায় শোকগ্রস্ত। কিন্তু জানেন কি, ক্ষীণ হলে এখনও সম্ভাবনা আছে রিঙ্কুর বিশ্বকাপ খেলার?
আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে পারেন রিঙ্কু, আছে আইসিসির এই নিয়ম
১ মে ছিল বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। তবে আইসিসির (ICC) নিয়ম বলছে, প্রতিটি দল ২৫ মে পর্যন্ত তাদের ১৫ জনের দলে পরিবর্তন করতে পারে। ইতিমধ্যেই নির্বাচিত ১৫ জনের দলে যদি কারও চোট আঘাত লাগে এবং বিশ্বকাপ ছিটকে যায় তবে সফরকারী রিজার্ভদের মধ্যে কাউকে দলে নেওয়া যাবে। অর্থাৎ রিঙ্কুর জন্য আশা টিকে আছে ২৫ মে পর্যন্ত।
তবে কেকেআর ব্যাটার সুযোগ পেতে পারেন যদি হার্দিক পান্ডিয়া, শিবম দুবে কিংবা সূর্যকুমার যাদব বিশ্বকাপ থেকে ছিটকে যান। রিঙ্কুর বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সুখবর শুনতে মিষ্টি, বাজি কিনে রেখেছিলেন তাঁর বাবা। উৎসব করার অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু আচমকাই অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার কি কাটবে? রিঙ্কুর কপাল কি ততটা চওড়া? সময়ই বলবে।
দেখুন অন্য খবর: