২৭ অগস্ট মুক্তি পাচ্ছে রুমি জাফরির ছবি ‘চেহরে’। ছবিতে অমিতাভ বচ্চন, ইমরান হাসমিকে তো দেখা যাবেই, তাঁরা ছাড়াও ‘চেহরে’-তে আছেন রিয়া চক্রবর্তীও। ২০২০-র ১৪জুন মৃত্যু হয়েছিল রিয়ার বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের রহস্যজনক মৃত্যুর পর গ্রেফতার হন রিয়া। তারপর অবশ্য কেটে গেছে অনেকগুলো দিন, সুশান্তের মৃত্যুর নেপথ্য কারণ হিসেবে রিয়াকে কাঠগড়ায় দাঁড় করানো প্রবণতা আস্তে আস্তে কমেছে। আর ঠিক এ সময়েই মুক্তি পাচ্ছে ‘চেহরে’।
‘চেহরে’-র বক্সঅফিসে ছবিতে রিয়ার অভিনয় কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন রুমি জাফরি। তবে রুমি এও বিশ্বাস করেন, ছবি যদি গত বছর রিলিজ করত তবে ছবিতে রিয়ার কাস্টিং ভাল চোখে দেখতেন না দর্শক। রুমির মতে, আসলে গত বছর রিয়া ছিলেন ডাইনি। এই বছরে তিনি ইতিমধ্যেই মোস্ট ডিসায়ারেবল উওম্যানের তকমা পেয়েছেন। রিয়া সম্পর্কে মানুষের মতামত পরিবর্তিত হয়েছে বলেই মনে করছেন রুমি। আর তাই ‘চেহরে’-তে রিয়ার থাকা ছবির ক্ষেত্রে কোনও বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না বলেই তাঁর বিশ্বাস।
আরও পড়ুন: কবিতায় অমিতাভের কথালাপ
তবে ছবির পরিচালক হিসেবে রুমি আগাম সতর্কতা দিয়ে বলেছেন, কেউ যদি শুধুমাত্র রিয়াকে দেখবেন বলে ‘চেহরে’ দেখতে যান, তবে কিন্তু তিনি ঠকবেন। কারণ এ ছবির আসল ইউএসপি অমিতাভ- ইমরানের যুগলবন্দি। যদিও ছবিতে রিয়ার চরিত্রটিও ভীষণ গুরুত্বপূর্ণ এবং চরিত্রটির প্রতি রিয়া সুবিচারও করতে পেরেছেন বলেই মনে করেন রুমি। এর আগে রিয়াকে এমন চরিত্রে দেখা যায়নি।
রিয়ার সঙ্গে কাজ করার পর অভিনেত্রীকে দরাজ সার্টিফিকেটই দিচ্ছেন রুমি। তাঁর মতে, মানুষ হিসেবে রিয়া ভীষণ ভাল। তিনি ভাল পরিবারের মেয়ে, ভাল অভিনেত্রীও বটে। কাজেই যতক্ষণ না আদালতের রায় সামনে আসছে ততক্ষণ এমন একজন মানুষের গায়ে সুশান্তের রহস্যজনক মৃত্যুর দায় চাপানো অনুচিত বলেই মনে করছেন রুমি।
আরও পড়ুন: বড়পর্দাতে আসছে ‘চেহরে’