চলতি সপ্তাহের শুরুর দিকে আন্ধেরির স্টুডিওয়ে দেখা মিলেছিল রেহা চক্রবর্তীর । আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। ‘বিগবস ১৫’-য় নাকি দেখা যেতে পারে রেহাকে। রেহা একা নন স্টুডিও হাজির ছিলেন ১৫ নম্বর ‘বিগবস’-এর দুই সদস্যও । তাতে জল্পনা আরও খানিকটা বেড়েছে।
অবশ্য এবারই প্রথম নয়, গত বছরের ‘বিগবস’-এ থাকার কথা ছিল রেহার। এমনকি সদ্য শেষ হওয়া ওটিটি-র ‘বিগবস’- য়েও আসার কথা ছিল ‘চেহরে’-র অভিনেত্রীর । যদিও সেই কোনও জল্পনাই সত্যি হয়নি। এবারের ‘বিগবস’ প্রসঙ্গে অনেকেই বলছেন ঘরের বাসিন্দা হিসেবে নন, রেহাকে নাকি রিয়েলিটি শো শুরুর দিনে পারফর্ম করতে দেখা যাবে।
আরও পড়ুন : ভাইজানের পারিশ্রমিক ৩৫০ কোটি
সূত্রের খবর ‘বিগবস’-এর বাড়ির সদস্য হওয়ার জন্য রেহাকে নাকি সপ্তাহ প্রতি ৩৫ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানিয়েছে বিগবস কর্তৃপক্ষ, যদিও এখনও পর্যন্ত কিছুই ফাইনাল হয়নি। অবশ্য বিগবস-এর পারিশ্রমিক বাবদ সপ্তাহ প্রতি ৩৫ লাখ পারিশ্রমিক নতুন কিছু নয়, এর আগে ‘বিগবস ১৪’-র বিজয়ী সিদ্ধার্থ শুক্লা সপ্তাহ প্রতি ৩৫ থেকে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেতেন।
২অক্টোবর থেকে শুরু হবে ‘বিগবস ১৫’। ইতিমধ্যেই শমিতা শেট্টি, নিশান্ত ভাট, ডোনাল্ড বিস্ত সহ একাধিক সেলিব্রেটির নাম ফাইনাল হয়ে গেছে। আর কে কে বিগবস বাড়িতে যান? রেহা আদৌ যান কিনা? তাই এখন দেখার!
আরও পড়ুন : রেখা এবার ‘বিগ বস’?