ড্যান্স দিওয়ানে ৩- এর আগামী এপিসোডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড হার্টথ্রব অভিনেত্রী রেখা। রেখা থাকলে আর কাকেই বা দরকার! তিনি তো একাই একশ।তাছাড়া এই রিয়েলিটি শো-এর অন্যতম বিচারক হলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নাচে যার জুড়ি নেই। এপিসোডের প্রোমোতে এক ঝলকে দেখা গেল মাধুরী দীক্ষিতের গালে চুম্বন করলেন রেখা। আর তাতে বেজায় উৎফুল্ল মাধুরী। রেখার হাত ধরে তাকে নিয়ে এলেন ডান্স ফ্লোরে। তারপর দেখা গেল হাজার ১৯৮১ সালের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘সিলসিলা’র জয়া-রেখার আইকনিক দৃশ্য রিক্রিয়েট করলেন।
আরোও পড়ুন: আবার ‘মা’ হতে চলেছেন সোনম?
নেপথ্যেবাজছিল সিলসিলার সেই জনপ্রিয় বিখ্যাত গান, দেখা এক খুওয়াব..। মঞ্চে তখন জয়ার ভূমিকায় মাধুরী। যশ চোপড়ার বিখ্যাত এই ছবিটি র বিশেষ এই দৃশ্যটি ক্যামেরা বন্দি হয়েছিল রাজস্থানে। বিশেষ এই চ্যানেলটির সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ভিডিও ঝলকের সঙ্গে লেখা ছিল ‘সিলসিলা যে চাহাত কা হো ইয়া দেওয়ানগি কা,#রেখাজি লেকার আ রাহে হৈ, পল,আপকো বিলকুল মিস ন করনা চাহিয়ে’। ‘ড্যান্স দিওয়ানে ৩’ এর আগামী এপিসোডের এই ঝলক ইতিমধ্যেই ভাইরাল। এই ডান্স রিয়েলিটি শোয়ের এবারের এপিসোডের উপরিপাওনা যে রেখা তা বলাই বাহুল্য। এ সপ্তাহের শেষের এই এপিসোডে মাধুরীর সঙ্গে মঞ্চ মাতাবেন বলিউডের আরেক হার্টথ্রব রেখা। মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন,অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ সহ কয়েক জন অতিথি।