ওয়েব ডেস্ক: গত বছরের শুরুর দিকে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার(Rashmika Mandana) বিয়ের খবর সংবাদের শিরোনামে উঠে এসেছিল। দক্ষিণ ভারতের অন্যতম সেরা অভিনেতা বিজয় দেবারকোন্ডার(Vijay Deverkonda) নাম শোনা গিয়েছিল পাত্র হিসেবে। যদিও তার আগে তাদের চুপিসারে প্রেমের কথা শোনা যাচ্ছিল। তারপরেই তাঁদের বিয়ের খবর সামনে আসে। সে সময় তাদের দু’জনকে একসঙ্গে কখনো অবসর সময় কিংবা দীপাবলীর উৎসবে দেখা গেছে। কিন্তু তাদের বিয়ে কিংবা সম্পর্কের স্বীকৃতি কারো কাছ থেকেই শোনা যায়নি। এমনকি অবকাশ যাপন করতে তারা মালদ্বীপে গিয়ে আলাদা আলাদা ছবি শেয়ার করেছিলেন। ভক্তরা দুয়ে দুয়ে চার করে নিতে পিছপা হননি।
আরও পড়ুন:‘কান’-এর লাল গালিচায় ‘নগ্নতা’ নিষিদ্ধ! সাফাই হিসেবে ‘ফরাসি আইন’
সেসব এখন অতীত। তারপর অনেকটা সময় কেটেছে। দুজনের সম্পর্কের ওঠাপড়াও হয়েছে। রাশমিকা-বিজয় জুটি বেঁধে প্রথম অভিনয় করেছিলেন ‘গীত গোবিন্দম্’ ছবিতে ২০১৮ সালে। এই ছবির সুবাদে জুটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। গুঞ্জন শোনা গিয়েছিল তারপর থেকেই নাকি নিজেদের গড়ে ওঠা সম্পর্ক এবং তা প্রেমের আকার নেয়। এরপর এই জুটিকে দেখা গিয়েছিল ‘ডিয়ার কমরেড’ ছবিতে ২০১৯ সালে। এই জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জন যত দিন গেছে ততই বেড়ে চলেছে। যদিও তারা এই সম্পর্ককে নিছক ‘বন্ধুত্ব’ বলে দাবি করে গেছেন। এমনকি দুজনের লিভ-ইনের গুঞ্জন পর্যন্ত সাম্প্রতিক শোনা গিয়েছিল। রাশমিকা মান্দানা আল্লু অর্জুনের সঙ্গে ‘পুস্পা’ সুপারিট হওয়ার পর বলিউডের পর্দায় তাঁকে দেখা গেছে। তবে গত বছর পাঁচ ধরে নতুন কোন ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। দর্শকদের দেখার ইচ্ছে থাকা সত্ত্বেও তাদেরকে একসঙ্গে অভিনয় করানো যায়নি। তা নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মত ছিল!
মাঝে তাঁদের সম্পর্ক যে একেবারে তলানিতে এসে ঠেকেছে তেমন গুঞ্জন রটে ছিল।তবে এবার শোনা যাচ্ছে ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় নাকি রাশমিকা-বিজয় জুটি বেঁধে ফিরছেন। একটি প্রতিবেদনে জানা যাচ্ছে,
“ভিডি ১৪’ সিনেমায় প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা মান্দানা। পিরিয়ড-ড্রামা ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন রাহুল সংকৃত্যায়ন। সিনেমাটির চিত্রনাট্য এক নজর পড়েই ভালো লেগে যায় রাশমিকার। ফলে আর সময় নষ্ট করেননি এই অভিনেত্রী। বিজয় দেবরকোন্ডার ৩৬তম জন্মদিন উপলক্ষে ‘ভিডি ১৪’(VD-14) সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন পরিচালক রাহুল। তাতে সুঠাম দেহের লম্বা কেশের বিজয়কে মন্দিরে বসে থাকতে দেখা যায়।
ইতিমধ্যেই ‘কুবেরা’, ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির শুটিং শেষ করেছেন রাশ্মিকা মান্দানা। এছাড়া ‘থামা’ ছবির শুটিং করছেন তিনি। সূত্রের খবর এই ছবির শুটিং শেষ করে ‘ভিডি ১৪’ ছবির শুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী। যদিও তার শুটিং সিডিউল এখনো চূড়ান্ত হয়নি। এমনকি এই ছবিতে অভিনয়ের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি অভিনেত্রী কিংবা নির্মাতারদের পক্ষ থেকে।