ওয়েব ডেস্ক: বিনোদন দুনিয়ার অঘোষিত সত্য, বিজয় দেবেরাকোন্ডা(Vijay Deberkonda) এবং রশ্মিকা মন্দানার(Rashmika Mandana) সম্পর্ক(Relationship)। কিন্তু এই প্রেমের গুঞ্জন নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ‘অর্জুন রেড্ডি'(Arjun Reddy) খ্যাত এই অভিনেতা। সম্পর্কের প্রসঙ্গ উঠলেই কৌশলে এড়িয়ে যান বিজয়। এমনকি সামাজিক মাধ্যমেও তাঁদের একসঙ্গে কোনও ছবি নেই, রশ্মিকাকে অনুসরণও করেন না তিনি! তবে কি এই সম্পর্ক সত্যিই গোপন, নাকি পুরোটাই জল্পনা? ঢাকঢোল পেটাতে নারাজ বিজয়, জনসমক্ষে ‘নিখোঁজ’ থাকতে চান অভিনেতা!
আরও পড়ুন: মাঝআকাশে কার সঙ্গে অন্তরঙ্গ শ্রদ্ধা কাপুর! রবীনা কেন ক্ষেপে লাল!
দ্বৈত সত্তায় ভুগছেন বিজয়!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর কথায়, তাঁর মধ্যে এক অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। একদিকে তিনি বিশ্বখ্যাত অভিনেতা হতে চান, আবার কখনও কখনও সকলের নজর থেকে নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে রাখতে চান। বিজয় বলেন, “অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। এক দিকে অভিনেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই। আবার সকলের আড়ালে অপরিচিত হয়েও থেকে যাই। এটা এক ধরনের মানসিক দ্বিধা।”
বিজয় আরও জানান, জনসমক্ষে তিনি একটি কাল্পনিক ভাবমূর্তি তৈরি করতে চান, আর নিজের আসল পরিচিতিটা নিজের কাছেই রাখতে পছন্দ করেন। তিনি নাকি আগে বলতেন, “একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভালো হত। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ পরিচিতি পেত। আর আমি নিজের মতো খুশি থাকতাম।”
ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান ‘লাইগার’ তারকা:
ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন বিজয়। তাঁর মতে, “আমি জানি না, কতটা সফল হতে পেরেছি। তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। সাফল্য থেকে যা পাই, তা আমি উপভোগ করি ও সম্মান করি। কিন্তু এই সাফল্য তো আমি ব্যক্তি মানুষের জন্য পাই না। আমার ছবির জন্য পাই।”
যদিও এক সাক্ষাৎকারে তিনি বলেই ফেলেছিলেন, “আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি।” অন্যদিকে, রশ্মিকা মন্দানা একাধিকবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিজয়ের প্রেমে মগ্ন। তবে বিজয়ের এই গোপনীয়তা কি সম্পর্কের প্রতি তাঁর উদাসীনতা, নাকি স্রেফ ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার প্রচেষ্টা— তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই তারকা জুটির সম্পর্কের ভবিষ্যৎ কি, তা সময়ই বলবে।
দেখুন অন্য খবর: