১৯৮৩-র বিশ্বকাপ জয়ের জন্য দৌড়চ্ছেন রূপোলি পর্দার কপিলদেব রণভীর সিং।তার পিছোনে দৌড়চ্ছেন দলের অন্য সদস্যরাও।এমন মুহূর্তই ধরা পড়ল কবীর খান পরিচালিত ‘৮৩’-র নতুন পোস্টারে।দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মঙ্গলবার মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার।তার আগেই প্রকাশ্যে এল ‘৮৩’-র এই নতুন পোস্টার।আর সেই পোস্টার ট্যুইটে শেয়ার করলেন কপিলপাজি রণভীর।ক্রিসমাসের আগেই ২৪ডিসেম্বর বড়পর্দায় ধুন্ধুমার মাচাতে আসছে রণভীর সিং অভিনীত বহু প্রতীক্ষিত ‘৮৩’।মুখ্য ভূমিকায় রণভীর ছাড়াও থাকছেন পঙ্কজ ত্রিপাঠি,শাকিব সালেম,তাহির রাজ ভাসিন ছাড়াও বলিউডের একঝাঁক উদীয়মান অভিনেতা।কপিলদেবের রিল লাইফ স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকেও।
“Like people says, taste the success once… tongue want more.”
– Kapil Dev, 19832 Days To #83Trailer.
83 RELEASING IN CINEMAS ON 24TH DEC, 2021, in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. Also in 3D.#ThisIs83 pic.twitter.com/xJlOq4dGnV
— Ranveer Singh (@RanveerOfficial) November 28, 2021
‘৮৩’ আদপে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের জয়ের গল্প হলেও ছবিতে উঠে আসবে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক কপিলদেবের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা।দীর্ঘ দুই বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে কবীর খানের ‘৮৩’।মঙ্গলবার আসছে ছবির ট্রেলার,তাই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া।