দক্ষিণী ছবি ‘অ্যানিয়ান’ -এর হিন্দি রিমেকে কাজ করতে চলেছেন রণবীর সিং। এমনটা খবর ছিল আগেই। ছবি পরিচালনা করবেন দক্ষিণী পরিচালক শংকর। এবার শংকর ও হিন্দি ‘অ্যানিয়ান’-এর প্রযোজক জয়ন্তীলাল গড়ার বিরুদ্ধে মাদ্রাস হাইকোর্টে মামলা করলেন তেলুগু ‘অ্যানিয়ান’-এর প্রযোজক আসকার রবিচন্দ্রন।
রবিচন্দ্রনের অভিযোগ ‘অ্যানিয়ান’-এর গল্প তাঁর লেখা। ছবিটির সমস্ত রকম সত্ত্ব তাঁর কাছেই আছে। রিমেক তৈরির আগে তাঁর কাছ থেকে কোনও রকম অনুমতি নেননি শংকর ও জয়ন্তীলাল গড়া। রবিচন্দ্রনের সঙ্গে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অফ কমার্সও।
আরও পড়ুন : সঞ্জয় লীলার গজল
রবিচন্দ্রন বলছেন তেলুগু ‘অ্যানিয়ান’ পরিচালনার জন্য তিনি শংকরকে পরিচালক হিসেবে কাজ দিয়েছিলেন। ছবির সত্ত্বের সঙ্গে শংকরের কোনও যোগাযোগ নেই। ইতিমধ্যেই ‘অ্যানিয়ান’-এর রিমেক নিয়ে মুম্বইয়ের ফিল্ম অ্যাসোসিয়েশনের সঙ্গেও কথা বলেছেন রবিচন্দ্রন। কথা বলেছেন হিন্দি ছবির প্রযোজক জয়ন্তীলাল গড়ার সঙ্গেও।
তেলুগু ছবির হিন্দি রিমেক নিয়ে জলঘোলা যে পর্যায়ে পৌঁছেছে তাতে হিন্দি ‘অ্যানিয়ান’-এর কাজ যে আপাতত বিশ বাও জলে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন : শাশুড়ির জন্মদিনে স্টানিং বউমা