মুম্বই : পিছিয়ে গেল ডন ৩(Don 3)-র অ্যানাউন্সমেন্ট(Announcement)।বৃহস্পতিবারই আটত্রিশে পা দিলেন রণভীর সিং(Ranveer Singh)।শাহরুখ খানের(Shahrukh Khan) পর তিনিই যে বলিউডের নতুন ডন(New Don) হতে চলেছেন,এমনটা কিন্তু সকলেই জেনে গিয়েছেন।রণভীর সিংয়ের জন্মদিনেই(Birthday) ডন ৩-র ঘোষণা করবেন পরিচালক ফারহান আখতার(Farhan Akhtar), এমনটা মোটামুটি নিশ্চিতই ছিল।কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে প্রভাসের সালার(Salaar)।এদিন ভোরে মুক্তি পেয়েছে ছবির টিজার(Teaser)। রীতিমতো চর্চায় রয়েছে প্রভাসের প্যান ইন্ডিয়ান ফিল্ম(Pan Indian Film)।তাই সালার-এর টিজার মুক্তির দিনেই ডন ৩-র অ্যানাউন্সমেন্ট হোক, এমনটা চাননি কেউই।আপাতত তাই পিছিয়ে গিয়েছে ডন ৩-এর আনুষ্ঠানিক ঘোষণা।কিন্তু কবে ডন ৩-র ঘোষণা করবেন ফারহান-রণবীররা? ২৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহানি(Rocky Aur Rani Ki Prem Kahani)।ছবি বক্সঅফিসে ভাল ফল করবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।সম্ভবত অগস্টের মাঝামাঝি রকি অউর রানি সুপারহিট হওয়ার পরই ডন ৩-র অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডন ৩-র নতুন টিজারের(Teaser) শ্যুটিং সেরে ফেলেছেন রণভীর সিং।যে টিজারের নতুন ডন হিসেবে আত্মপ্রকাশ করবেন অভিনেতা।বৃহস্পতিবারই ডন ৩-র সেই টিজার প্রকাশ্যে আসার কথা ছিল।কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে গিয়েছে।চলতি বছরেই রণভীর সিংকে নিয়ে ডন ৩-র শ্যুটিং শুরু করবেন ফারহান আখতার।
বয়স হয়ে গিয়েছে,তাই আর ডন সাজতে নারাজ শাহরুখ খান।তাই ডন ৩-তে ডনের জুতোয় পা গলাতে চলেছেন রণভীর সিং।জি লে জারা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে।তিন নায়িকার তালিকা থেকে বাদ গিয়ছেন প্রিয়াঙ্কা,ক্যাটরিনারা।তাই ডন ৩-র কাজ শুরু করতে চান ফারহান আখতার।ইতিমধ্যেই নাকি ডন ৩-র প্রোমো শ্যুট করে ফেলেছেন বলিউডের নতুন ডন রণভীর সিং।আজ জন্মদিনেই সেই প্রোমো প্রকাশ্যে এনে ডন ৩-র ঘোষণা করতেন ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানি।কিন্তু সকালেই প্রকাশ্যে এসেছে সালার-এর টিজার।তাই এদিন ডন ৩-র অ্যানাউন্সমেন্ট বাতিল করা হয়েছে।অগস্ট মাসের মাঝামাঝি রকি অউর রানি কি প্রেম কাহানি-র সাফল্যের পর ডন ৩-র ঘোষণা হতে পারে।