মুম্বই : মর্দানি ৩(Mardaani 3) নিয়ে ফিরতে চলেছেন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়(Shibani Shivaji Roy) ওরফে রানি মুখোপাধ্যায়(Rani Mukerji)।২০১৯সালে নভেম্বরে মুক্তি পেয়েছিল মর্দানি ২(Mardaani 2)।যে ছবিতে রানির বিপরীতে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত(Jissu Sengupta)।এবং ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল বিশাল জেঠওয়াকে(Vishal Jethwa)। আগামী দিনে আসতে চলেছে জনপ্রিয় কপ থ্রিলার ফ্র্যাঞ্চাইজির(Cop Thriller Franchise) তৃতীয় ছবি, এমনটাই সুখবর দিলেন অভিনেত্রী।রানি জানিয়েছেন,যশ রাজ ফিল্মসের(Yash Raj Films) অন্দরমহলে ছবির স্টোরি কনসেপ্ট তৈরির কাজ করছে একটি টিম।ছবির গল্প তৈরি হলেই তা চিত্রনাট্য লেখাও শুরু হয়ে যাবে।শিবানীর চরিত্রে অভিনয় করার জন্য উন্মুখ হয়ে আছেন রানি মুখোপাধ্যায়,কারণ এটি তাঁর অন্যতম প্রিয় চরিত্র।এবার কবে ছবির শ্যুটিং শুরু হয় এখন সেটাই দেখার।
২০১৪সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক প্রদীপ সরকারের ছবি মর্দানি।রানি মুখোপাধ্যায়,যিশু সেনগুপ্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন অভনীত কউর ও তাহির রাজ ভাসিন।প্রথম মর্দানি-তেই লেডি পুলিশ থের্লার শিবানী শিবাজি রায়ের চরিত্রে দারুণ নজর কেড়েছিলেন ডেয়ার ডেভিল রানি মুখোপাধ্যায়।মর্দানি মুক্তি পাওয়ার চার বছর পর বড়পর্দায় এসেছিল মর্দানি-র সিক্যুয়েল মর্দানি ২।ছবিতে রানি ও যিশু ছাড়াও ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল বিশাল জেঠওয়াকে।সদ্যই একটি ইন্টারভিউতে রানি মুখোপাধ্যায় জানিয়েছেন,মর্দানি ২-র শ্যুটিংয়ের আগে দারুণ টেনশনে ছিলেন তিনি।কারণ,প্রথমবার কোনও ছবির সিক্যুয়েলে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।
প্রতি ছবিতে অভিনয়ের পরই সেই ছবিতে কি রকম অভিনয় করেছিলেন তা বরাবরই ভুলে যান তিনি।নতুন ছবিতে দর্শককে নতুন কি চমক দিতে পারেন সেদিকেই ফোকাস থাকত তাঁর।তবে শেষ পর্যন্ত মর্দানি ২তে অভিনয় করে দারুণ মজা পেয়েছিলেন।আগামী দিনেও মর্দানি-র তৃতীয় পর্ব আসতে চলেছে বলেই জানিয়েছেন যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার স্ত্রী।
মর্দানি ও মর্দানি ২-র চুড়ান্ত সাফল্যের পর কপ থ্রিলার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে দর্শকের মধ্যে যে চুড়ান্ত প্রত্যাশা রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।মর্দানি ৩ নিয়ে লেটেস্ট আপডেট দিয়েছেন রানি মুখোপাধ্যায়।তিনি খুশি যে আগামী দিনে মর্দানি ৩-তেও আরও একবার শিবানির চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে চলেছেন তিনি।যদিও রানি বিশ্বাস করেন না শুধুমাত্র ছবির নাম শুনেই কোনও অভিনেতা বা অভিনেত্রীর সেই ছবিতে কাজ করতে রাজি হয়ে যাওয়া উচিত।ভিন্নধর্মী গল্প ও চিত্রনাট্যের প্রলোভনই একজন ভাল শিল্পীকে নতুন ছবির জন্য আকৃষ্ট করতে পারে।রানি আরও জানিয়েছেন,ছবির গল্পে যদি ভাল মাল মশলা থাকা জরুরী।এমন একটি গল্প হওয়া উচিত যা দর্শকের সমসাময়িক জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে,এমন নারীর সক্ষমতার গল্প বলতে পারে।তবেই তাঁরা মর্দানি ৩ তৈরি করবেন,নচেত নয়।রানি নিশ্চিত আদিত্যর টিম নিশ্চয় মর্দানি ৩-র জন্য একটি দুর্দান্ত গল্প তৈরি করবেন।