একাকীত্ব গ্রাস করছিল ক্রমশ। তাই চেম্বুরের বিশাল বাড়ি ছেড়ে বান্দ্রার নতুন ফ্ল্যাটে শিফ্ট করলেন রণধীর কাপুর। স্ত্রী ববিতা কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের অনেকটা সময়ই ভাই রাজীব কাপুরের সঙ্গেই কাটিয়েছেন রণধীর। কিছু দিন হল প্রয়াত হয়েছেন রাজীব। বিশাল বাড়িতে একলা হয়ে যাওয়া আর মেনে নিতে পারছিলেন না রণধীর। কাজেই স্ত্রী ববিতা, আর দুই মেয়ে লোলো- বেবোর কাছাকাছি চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সদ্যই সেই বাড়ির গৃহপ্রবেশও সেরে ফেলেছেন রণধীর। পারিবারিক ছোট্ট অনুষ্ঠানে এসেছিলেন মেয়ে করিশ্মা কাপুর। ছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি, আদর জৈন সহ পরিবারের খুব কাছের কেউ কেউ।খার আর বান্দ্রায় রণধীরের অনেক বন্ধুবান্ধবও রয়েছেন। তাঁদের সকলের সঙ্গেই তাঁর সময়টা ভালই কাটবে বলে আশা করেছেন বর্ষিয়ান অভিনেতা। তবে এই মুহূর্তে চেম্বুরে রাজ কাপুরের বাড়ি বিক্রি করে দেওয়ার কোনও প্ল্যান নেই কাপুর পরিবারের। বাড়ি বিক্রি হলে বিক্রির টাকা সমস্ত ভাইদের পরিবারের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়ার দায়িত্ব নেবেন রণধীরই। কারণ চেম্বুরের বাড়ি কোনও দিন বিক্রি হলে সেই টাকা কাপুরদের সব ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব রণধীরকে তাঁর মা-বাবাই দিয়ে গেছেন। আপাতত চেম্বুরের বাড়ি যেমনটা ছিল তেমনটাই থাকছে, রণধীর শুধু ঠিকানা বদলেছেন, চলে এসেছেন কাছের মানুষদের কাছে।