বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রনবীর কাপুর এবার ওটিটিতে পা রাখতে চলেছেন। রাজকুমার হিরানির ‘সঞ্জ’ ছবিতে তাকে শেষবারের মতন পর্দায় দেখা গিয়েছিল। যথেষ্ট ভাল অভিনয় করে এই ছবিটি দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন রনবীর। ছবিটি পাশাপাশি বক্সঅফিসে দারুন হিট করেছিল। রণবীরের এই নতুন প্রযুক্তির নাম ‘অ্যায়েশা ওয়েশা পেয়ার’। শোনা যাচ্ছে চারটি ছোটগল্প নিয়ে তৈরি হবে এটি। রণবীর অনুরাগীরা শুনলে খুশি হবেন যে তিনি ইতিমধ্যেই এই কাজে সম্মতি জানিয়েছেন।
আরও পড়ুন: বনশালির ছবিতে কেন ‘না’
এই ছবিতে নির্মাতারা রানভিরের অনস্ক্রিন আকর্ষণকে বেশি করে কাজে লাগানোর চেষ্টা করবে। অমিতাভ বচ্চন,আলিয়া ভাটের সঙ্গে সদ্য রনবীর শেষ করেছেন অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রম্ভাস্ত্র’। এছাড়াও শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধে তিনি লাভ রঞ্জন-এর একটি ছবিতে কাজ করবেন। সঞ্জয় দত্তর সঙ্গে ‘শামশেরা’তে কাজ করবেন রণবীর।