ওয়েব ডেস্ক: নীতেশ তিওয়ারি(Nitesh Tiwari) পরিচালিত ‘রামায়ণ'(‘Ramayan’) ছবিতে ভগবান শ্রী রামের ভূমিকায় দেখা যাবে বলিউড হিরো রণবীর কাপুরকে(Ranbir Kapoor)। আর সীতার ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে(Sai Pallavi as Sita) পর্দায় দেখা যাবে। রামনবমীর(Ramnavami) দিনে ছবির একটি পোস্টার(Poster) প্রকাশ্যে এলো। পোস্টারে রামের ভূমিকায় রনবীরকে পিছন থেকে দেখা যাচ্ছে। একটি বান আকাশ ফুঁড়ে চলেছে তাতে আগুনের ঝলক। লেখা, ‘জয় শ্রী রাম’।পোস্টারে রণবীরকে দেখে ভক্তরা যথেষ্ট উচ্ছ্বস্বিত। ভক্তের তৈরি করা এই পোস্টার দেখে একজন লিখেছেন,’জয় শ্রী রাম আমি ভেবেছিলাম এটি একটি সত্যিকারের পোস্টার’। সত্যি কারের পোস্টার লাগানোর পরিবর্তে ফ্যানের তৈরি পোস্ট এর প্রকাশ করায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
ক্যাপশনে লেখা, ‘আমাদের ভগবান শ্রী রামের জন্ম যিনি তার জীবনের ধার্মিকতা সহিষ্ণুতা এবং ক্ষমার পথ দেখিয়েছিলেন।….. এই মহাবিশ্বের সমস্ত কিছুর প্রতি তার ভালোবাসা তাকে আমাদের ঈশ্বর করে তোলে’।
প্রসঙ্গত, দুটি ভাগে মুক্তি পাবে রনবীর কাপুরের ‘রামায়ন’। প্রথমটি সম্ভবত ২০২৬ সালের দীপাবলিতে। ছবিটির প্রযোজক নমিত মালহোত্র। ছবিতে রাবণের চরিত্রে দক্ষিণী অভিনেতা যশকে দেখা যাবে।
আরও পড়ুন:বাড়িতে অন্নপূর্ণা পুজো, লাল জামদানিতে ঘোমটা মাথায় শুভশ্রী
এই পোস্টার প্রকাশ্যে আসার পর এক নেটিজেন তার পোস্টে উল্লেখ করেছেন রণবীর-আলিয়া কন্যা রাহার কথা। লিখেছেন, ‘রাহা রনবীর এর জন্য যথেষ্ট পয়া’। অন্য একজন লিখেছেন, ‘আমরা টিজারের জন্য অপেক্ষা করছি’।
ইতিমধ্যেই ছবির প্রথম অংশে সব শেষ করে ফেলেছেন রণবীর। দক্ষিণী অভিনেতা যশ ছাড়াও এই ছবিতে সানি দেয়াল অমিতাভ বচ্চনের দেখা পাওয়া যেতে পারে। যদিও ছবির নাম ঠিক কি রাখা হবে তা এখনো পরিচালক নীতেশ জানাননি।