দক্ষিণ ভারতের নায়কদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে অন্যান্যদের সঙ্গে যথেষ্ট এগিয়ে আছেন রামচরণ। বাহুবলী খ্যাত পরিচালক রাজমৌলি পরিচালিত ‘ট্রিপল আর’ ছবিতে রামচরণ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। সূত্রের খবর তার পরেও পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেতা। তার পরবর্তী ছবির জন্য তিনি নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। ‘বাহুবলি’ খ্যাত হিরো প্রভাসের সঙ্গে দৌড়ে পিছিয়ে থাকতে চান না রামচরণও। প্রভাস ইতিমধ্যেই পারিশ্রমিক বাড়াতে বাড়াতে ১৫০ কোটি টাকায় পৌঁছেছেন। দক্ষিণে একটি বিনোদনমূলক পোর্টাল এর খবর অনুযায়ী গৌতম তৃণমূল পরিচালিত আগামী ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রামচরণকে। এই ছবিতে তিনি পারিশ্রমিক চেয়েছেন ১০০ কোটি টাকা। আগামী ৭ জানুয়ারি ‘রুদ্রম রণম রুধিরাম’ অর্থাৎ ‘ট্রিপল আর’ ছবিটি মুক্তি পাওয়ার কথা।এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর এবং রামচরণ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউডের অজয় দেবগন। রে স্টিভেনসন,অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউড তারকাদেরও দেখা যাবে এ ছবিতে। এই মুহূর্তে রামচরণ এই ছবির প্রচারের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। কমারাস ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীরযোদ্ধাকে নিয়ে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।