অবশেষে পিছোচ্ছে এস এস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’-এর মুক্তি।প্রতিদিন দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ।যার জেরে ইতিমধ্যেই দিল্লিতে বন্ধ হয়ে গিয়েছে সিনেমাহল ও মাল্টিপ্লেক্স।স্থগিত হয়ে গিয়েছে গতবছরের শেষ ছবি ‘জার্সি’-র মুক্তিও।এরপরই জল্পনা শোনা গিয়েছিল, পিছোতে পারে রামচরণ,জুনিয়র এনটিআর অভিনীত ‘ট্রিপল আর’-এর মুক্তিও।তবে আশার আলো দেখিয়ে পরিচালক এস এস রাজামৌলি জানিয়েছিলেন,ছবির মুক্তি পিছনোর কোন পরিকল্পনা নেই,৭ জানুয়ারি ছবি মুক্তির লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা।তবে মুক্তির এক সপ্তাহ আগেই মিলল বড়সড় দুঃসংবাদ।করোনা পরিস্থিতির জন্যে ‘ট্রিপল আর’- এর মুক্তি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।আনুষ্ঠানিক ভাবে সোশ্যাল সাইটে সেকথা জানিয়েওছেন তাঁরা।
View this post on Instagram
ছবির মুক্তি পিছনোর খবর চলচ্চিত্র প্রদর্শকদেরও জানিয়ে দেওয়া হয়েছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে ছবি মুক্তি নিয়ে পরবর্তী পরিকল্পনা নেবেন না ‘ট্রিপল আর’- এর নির্মাতারা।অতএব ছবি দেখার জন্য আরও বেশ কিছুদিন যে সিনেপ্রেমীদের ধৈর্য্য ধরতে হবে তা বলাই বাহুল্য।