লখনউতে চলছে আপকামিং ছবি ‘ছত্রিওয়ালি’র শ্যুটিং। ছবিতে একজন কন্ডোম টেস্টারের চরিত্রে দেখা যাবে রকুলপ্রীত সিং-কে। প্রকাশ্যে এল ‘ছত্রিওয়ালি’-তে রকুলপ্রীতের ফার্স্টলুক।
‘ছত্রিওয়ালি’র কাহিনি অনুযায়ী, ছোট শহরের কেমিস্ট্রি গ্র্যাজুয়েট এক সাধারণ মেয়ে চাকরি না পেয়ে কন্ডোম টেস্টারের কাজ করতে শুরু করেন। স্বাভাবিক ভাবেই তিনি তার এই কাজের কথা অন্যদের থেকে লুকিয়ে রাখেন। লুকিয়ে রাখা এবং পেশা বজায় রাখা-দুয়ের টানাপোড়েনে কাহিনিতে সৃষ্টি হয়েছে হাস্যরস।
View this post on Instagram
ছবির পরিচালক তেজস দেওয়সকারের মতে, ‘ছত্রিওয়ালি’ সোশ্যাল ফ্যামিলি এন্টারটেনার। কন্ডোম নিয়ে সমাজে যে রক্ষণশীলতা আছে তাকে ভাঙতেই এমন ছবির পরিকল্পনা করেছেন তারা। ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাচ্ছে রকুলপ্রীত সিং-কে। রকুলের অভিনয়ে এরই মধ্যে মুগ্ধ পরিচালক।কাহিনির হাস্যরস এবং সামাজিক বার্তা দুই যে দর্শকের পছন্দ হবে তা নিয়ে কোনও সন্দেহই নেই তেজস দেওয়সকারের।
‘ছত্রিওয়ালি’-তে অভিনয় করতে পেরে দারুণ খুশি রকুলপ্রীত সিং। এমন একটা ইন্টারেস্টিং এবং হটকে চরিত্রে অভিনয় করা নিয়ে উত্তেজিত হয়ে আছেন তিনি। সমাজের বুকে চেপে বসা ভয়ংকর কিছু পাথরকে যদি এভাবে হাসিঠাট্টার মাধ্যমে সরিয়ে দেওয়া যায় তাতে পূর্ণ সমর্থন রয়েছে রকুলপ্রীতের।আপাতত নতুন চরিত্রে একেবারে জমিয়ে অভিনয় করছেন তিনি।